পশ্চিমবঙ্গ

west bengal

Durand Cup 2022: কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে ডুরান্ডের শেষ চারে সাদা-কালো

By

Published : Sep 9, 2022, 10:05 PM IST

জার্সির রঙ সাদা-কালো হলেও পারফরম্যান্সে বাংলার ফুটবলের রঙিন উপস্থিতি এখন মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting)। ডুরাণ্ড কাপে ইমামি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান যখন প্রথম রাউণ্ডের গণ্ডি টপকাতে ব্যর্থ তখন রঙ ছড়াচ্ছে সাদা-কালো শিবির। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সকে 3-0 গোলে হারাল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC Beats Kerala Blasters in Durand Cup 2022) ৷

Durand Cup 2022
ডুরান্ডে শেষ চারে সাদা-কালো মহামেডান

কলকাতা, 9 সেপ্টেম্বর: গ্রুপ পর্বে অপরাজিত থাকার পরে শেষ আটেও মহামেডান স্পোর্টিং অপ্রতিরোধ্য। কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blasters) 3-0 গোলে উড়িয়ে ডুরান্ডের শেষ চারে উঠল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। শেখ ফৈয়াজ ও জোড়া গোল ডোডার। এফসি গোয়ার বিরুদ্ধে ফাইনালে পরাজিত হয়ে গত বছর ডুরান্ড চ্যাম্পিয়ন হতে পারেনি মহামেডান স্পোর্টিং। সেই পরাজয়ের ক্ষত আজও দগদগে রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন দলটির।

কোচ আন্দ্রে চেরনিশভ এবার প্রথম থেকেই সতর্ক। ফুটবলার নেওয়ার ক্ষেত্রে এবং তাঁদের তৈরি করে তোলা থেকে সবেতেই সাদা-কালো কোচ সতর্ক। প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বিশ্লেষণ করে ছক সাজাচ্ছেন। আইএসএলের দল হলেও কেরালা ব্লাস্টার্স ডুরান্ডে তৈরি হয়ে এসেছে। বিদেশি না-থাকলেও মূলত ভারতীয় ব্রিগেডকে নিয়ে কলকাতায় এসেছে তারা। গ্রুপ পর্বে ভারতীয় ব্রিগেডকে ভরসা করেই শেষ আটে উঠেছিল তারা।

আরও পড়ুন:ফাইনালে নোঙর ফেলতে ব্যর্থ পালতোলা নৌকো, এএফসি থেকে বিদায় বাগানের

কিন্তু শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান স্পোর্টিংয়ের সামনে তারা দিগভ্রষ্ট। আন্দ্রে চেরিনেশভ প্রতিপক্ষ হলুদ বাহিনীকে থামাতে নবাগত আবিওলা দাওদাকে ব্যবহার করলেন। মার্কাস জোসেফকে পিছনে খেলিয়ে প্রথম থেকে খেলার রাশ নিজেদের পায়ে রাখলেন। গোল না-করলেও মার্কাস জোসেফ দলের আক্রমণকে নিয়ন্ত্রণ করেছেন । ম্যাচের 17 মিনিটে মার্কাস জোসেফের বাড়ানো বল ধরে দলের প্রথম গোল শেখ ফৈয়াজের।

বাংলার ফুটবলের ডুরাণ্ডে অস্তিত্ব রক্ষার দায়িত্ব নিয়ে দৌড়চ্ছে মহামেডান স্পোর্টিং

পিছিয়ে পড়ে খেলায় কেরালা পালটা আক্রমণ হানার চেষ্টা করেছিল। কিন্তু শাহিনের নেতৃত্বে মহামেডান স্পোর্টিংয়ের রক্ষণ, কেরালার যাবতীয় রক্ষণের ফণা তোলার আগেই থামিয়ে দেয়। বিরতির পরে ফের রাশ তুলে নেয় সাদা-কালো শিবির। এবার মার্কাস জোসেফের সঙ্গে আক্রমণে চাপ বাড়াতে থাকেন দাওদা। সঙ্গে শেখ ফৈয়াজ এবং আজহারউদ্দিন মল্লিক, অভিষেক আম্বেকরের দৌড় কেরালা ব্লাস্টার্সকে ব্যাকফুটে ঠেলে দেয়। 59 মিনিটে শেখ ফৈয়াজের বাড়ানো পাস থেকে নিজের প্রথম এবং দলের দুই নম্বর গোল আবিওলা দাওদার। 84 মিনিটে ফের গোল নবাগত বিদেশি স্ট্রাইকারের। জোড়া গোল করে ম্যাচের সেরাও তিনি। এবার শেষ চারের চ্যালেঞ্জ (Mohammedan SC Reaches Semi Final After Beat Kerala Blasters)। বাংলার ফুটবলের ডুরান্ডে অস্তিত্ব রক্ষার দায়িত্ব নিয়ে দৌড়চ্ছে মহামেডান স্পোর্টিং।

আরও পড়ুন:জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে এটিকে মোহনবাগান, জানালেন জুয়ান ফেরান্দো

ABOUT THE AUTHOR

...view details