পশ্চিমবঙ্গ

west bengal

Tokyo Paralympics 2020 : প্যারালিম্পিকসে ফের পদক, হাই জাম্পে রুপো জিতলেন প্রবীণ কুমার

By

Published : Sep 3, 2021, 9:45 AM IST

Updated : Sep 3, 2021, 10:35 AM IST

পুরুষদের হাই জাম্প টি-64 বিভাগের ফাইনালে রুপো জিতলেন ভারতীয় অ্যাথলিট প্রবীণ কুমার ৷ ফাইনাল রাউণ্ডে সর্বোচ্চ 2.07 মিটার করে রুপোর পদক নিশ্চিত করেন ৷

Tokyo Paralympics
Tokyo Paralympics

টোকিয়ো, 3 সেপ্টেম্বর : টোকিয়ো প্যারালিম্পক্সে ফের সাফল্য ভারতের ৷ পুরুষদের হাই জাম্প টি-64 বিভাগের ফাইনালে রুপো জিতে এশিয়ান রেকর্ড গড়লেন প্রবীণ কুমার ৷ টোকিয়ো প্যারালিম্পিক্সে এই নিয়ে 11তম পদক এল ভারতের ঘরে ৷

প্রবীণ কুমার প্রথমে 1.88 মিটার অতিক্রম করেন ৷ পরে 1.93 মিটার ও 2.01 মিটার উচ্চতা অতিক্রম করেন ৷ এরপর ফাইনাল রাউণ্ডে সর্বোচ্চ 2.07 মিটার করে রুপোর পদক নিশ্চিত করেন ৷ 18 বছর বয়সী এই পদকজয়ীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

রাষ্ট্রপতি টুইট করে প্রবীণকে অভিনন্দন জানিয়ে লেখেন, "প্যারালিম্পিক্সে অসাধারণ পারফর্ম্যান্স প্রবীণ কুমারের ৷ নতুন এশিয়ান রেকর্ডের সঙ্গে পুরুষদের হাই জাম্পে তোমার পদক ভারতীয়দের আনন্দ দিয়েছে ৷ তোমার সাফল্য উঠতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে ৷ আন্তরিক অভিনন্দন ৷ তুমি নতুন মাইলফলক অর্জন করতে থাক ৷"

টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "প্রবীণ কুমার প্যারালিম্পিক্সে রূপো জেতায় আমরা গর্বিত ৷ এই পদকটি তার কঠোর পরিশ্রম ও অতুলনীয় নিষ্ঠার ফল ৷ অভিনন্দন তাঁকে ৷ তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা ৷"

আরও পড়ুন :Tokyo Paralympics 2020 : হাই জাম্পে জোড়া পদক; রুপো জয় থাঙ্গাভেলুর, শরদের ব্রোঞ্জ

Last Updated : Sep 3, 2021, 10:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details