পশ্চিমবঙ্গ

west bengal

Tokyo Paralympics 2020 : শুটিংয়ে জোড়া পদক, সোনা জিতলেন মণীশ; রুপো সিংহরাজের

By

Published : Sep 4, 2021, 9:36 AM IST

Updated : Sep 4, 2021, 10:14 AM IST

19 বছরের মণীশ নারওয়াল 218.2 পয়েন্টে শেষ করে প্যারালিম্পিক্সে রেকর্ড করেছেন ৷ অন্যদিকে, প্যারালিম্পিক্সে সিংহরাজ আদানার এটা দ্বিতীয় পদক ৷ 216.7 পয়েন্টে শেষ করে শুটিংয়ে দ্বিতীয় স্থান দখল করে রুপোর পদক নিজের ঝুলিতে ভরে নিয়েছেন ৷

মণীশ নারওয়াল
মণীশ নারওয়াল

টোকিয়ো, 4 সেপ্টেম্বর : টোকিয়ো প্যারালিম্পিক্সে ফের সোনার পদক এল ভারতের ঘরে ৷ 50 মিটার পিস্তল বিভাগে সোনা জিতলেন মণীশ নারওয়াল ৷ এই বিভাগে আরও একটা পদক জিতে নিয়েছে ভারতেরই সন্তান ৷ রুপো জিতেছেন সিংহরাজ আদানা ৷

19 বছরের মণীশ নারওয়াল 218.2 পয়েন্টে শেষ করে প্যারালিম্পিক্সে রেকর্ড করেছেন ৷ অন্যদিকে, প্যারালিম্পিক্সে সিংহরাজ আদানার এটা দ্বিতীয় পদক ৷ 216.7 পয়েন্টে শেষ করে শুটিংয়ে দ্বিতীয় স্থান দখল করে রুপোর পদক নিজের ঝুলিতে ভরে নিয়েছেন ৷ এর আগে টোকিয়ো প্যারা অলিম্পিকসের আসাকা শুটিং রেঞ্জে পুরুষদের 10 মিটার প্যারা এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন আদানা ৷

দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মণীশকে শুভেচ্ছা জানিয়ে টুইটে লেখেন, " টোকিয়ো প্যারালিম্পিক্সে গৌরব অক্ষুণ্ণ রয়েছে ৷ তরুণ ও প্রতিভাবান মণীশের দুর্দান্ত সাফল্য ৷ তাঁর সোনার পদক জয় ভারতীয় ক্রীড়াজগতের জন্য একটা বিশেষ মুহূর্ত ৷ তাঁকে অভিনন্দন ৷ আগামীর জন্য শুভেচ্ছা রইল ৷"

প্যারালিম্পিক্সে দ্বিতীয়বার পদক জিতেছেন সিংহরাজ আদানা ৷ তাঁর এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন মোদি ৷ টুইটে লেখেন, "সিংহরাজ আদানা আবার করে দেখিয়েছে ৷ এবার 50 মিটার পিস্তল বিভাগে আরও একটা পদক জিতেছেন ৷ তাঁর কৃতিত্বের জন্য সকলে খুশি । তাঁকে অভিনন্দন । ভবিষ্যত প্রচেষ্টার জন্য শুভ কামনা রইল ৷ "

Last Updated : Sep 4, 2021, 10:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details