পশ্চিমবঙ্গ

west bengal

Cristiano Ronaldo: আল নাসেরের জার্সিতে প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় সিআর 7

By

Published : Jan 8, 2023, 1:45 PM IST

সৌদির ক্লাব আল নাসেরের হয়ে প্রথম ম্যাচ খেলার অপেক্ষা যেন ক্রমশ দীর্ঘ হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Long Wait for Cristiano Ronaldo to Starts Journey with Al Nassr) ৷ তাঁর ক্লাবে সই করার পর আল নাসের একটি ম্যাচ খেলে ফেলেছে ৷ ফিটনেস বা প্রস্তুতি তাঁর ম্যাচ খেলায় বাধা নয় ৷ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে 2 ম্যাচের নিষেধাজ্ঞাই এর প্রধান কারণ ৷

Cristiano Ronaldo ETV BHARAT
Cristiano Ronaldo

রিয়াদ (সৌদি আরব), 8 জানুয়ারি: রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে আসা রাস্তা মরুভূমির মাঝখান দিয়ে গিয়েছে ৷ যার দু’পাশে রয়েছে পাম গাছ ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেদিন সৌদির রাজধানীতে পৌঁছন, সেদিন বৃষ্টির ফোঁটায় ভিজে ছিল পাম গাছগুলি ৷ ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়ের সকলকে অবাক করে দিয়ে মধ্যপ্রাচ্যে খেলার সিদ্ধান্তে ৷ তবে, তাঁর সৌদিতে পৌঁছানোর দিনে সেখানকার আবহাওয়া আরও বিস্ময়কর ছিল (Long Wait for Cristiano Ronaldo to Starts Journey with Al Nassr) ৷ ম্যাঞ্চেস্টারের আকাশের থেকেও বেশি মেঘাচ্ছন্ন ছিল রিয়াদ ৷

আল নাসের অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে সিআর 7

এক দীর্ঘ কেরিয়ারের পর রোনাল্ডোর এই নতুন লিগে যোগ দেওয়া সকলের কাছেই আশ্চর্যের ৷ কারণ, এই লিগ সম্পর্কে বিশ্বের খুব একটা কেউ জানত না, রোনাল্ডো সেখানে যোগ দেওয়ার আগে পর্যন্ত ৷ প্রসঙ্গত, বৃষ্টি ভেজা ও ঠান্ডা আবহাওয়ায় রোনাল্ডোর নতুন দল আল নাসের সৌদি লিগে আল তায়ির বিরুদ্ধে ম্যাচ পিছিয়ে দিয়েছিল ৷ কারণ, বৃষ্টির জন্য মরশুল পার্ক স্টেডিয়ামে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছিল গত বৃহস্পতিবারের ম্যাচের আগে ৷

আল নাসের ক্লাবে রোনাল্ডোকে স্বাগত জানানোর মুহূর্ত

প্রসঙ্গত, গত মঙ্গলবার আল নাসেরে রোনাল্ডোকে স্বাগত জানানোর দিনেই তিনি জানিয়েছিলেন, সেই মুহূর্ত থেকে ম্যাচ খেলার জন্য তিনি প্রস্তুত রয়েছেন ৷ যদিও, গত এপ্রিলে এভার্টনের বিপক্ষে ম্যাচের পর, এক ভক্তের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার জন্য নভেম্বরে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন রোনাল্ডোর উপর দু’ম্যাচের নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ সিআর সেভেন ইপিএল ছেড়ে দিলেও নিয়ম অনুযায়ী, সেই নিষেধাজ্ঞা ক্লাব পর্যায়ে সর্বত্র লাগু হবে ৷ সেই কারণেই কি আল তায়ির বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেননি রোনাল্ডো ? এনিয়ে সৌদির ক্লাবের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আল নাসেরে স্বাগত সমর্থকদের

আরও পড়ুন:ইউরোপে আমার কাজ শেষ, আল-নাসেরে সই করে জানালেন সিআর সেভেন

তবে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেখানে থাকবে, সেখানে বিতর্ক থাকবে না, তা হয় না ৷ আর সেই কারণেই, রোনাল্ডোর ইউরোপ ছাড়া থেকে শুরু করে এশিয়া মহাদেশের আল নাসের ক্লাবে সই করা, সবেতেই বিতর্ক খুঁজেছে রোনাল্ডোর সমালোচকেরা ৷ আল নাসেরে সই করার পরেও সেই বিতর্ক পিছু ছাড়ছে না ফুটবলের অন্যতম সেরার ৷ এখন রোনাল্ডো কবে আল নাসেরের জার্সি গায়ে মাঠে নামবেন, সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব ৷

ABOUT THE AUTHOR

...view details