পশ্চিমবঙ্গ

west bengal

FIFA World Cup 2022: দলগত আক্রমণে খেতাব ধরে রাখার ছক সাজাচ্ছেন দিদিয়ের দেঁশ

By

Published : Dec 18, 2022, 1:27 PM IST

বিশ্বকাপ (FIFA World Cup 2022) খেতাব ধরে রাখার লক্ষ্যে আজ মাঠে নামবে ফ্রান্স ৷ আর এই ম্যাচে ফ্রান্সের অন্যতম শক্তি তাঁদের 11 জন ফুটবলারই (How France Can Successfully Defend World Cup Title) ৷ কোনও ব্যক্তি বিশেষে নির্ভরশীল নয় ফ্রান্স ৷ তাই কোনও দলগত ফুটবল ও আক্রমণে প্রতিপক্ষ আর্জেন্তিনাকে মাত দেওয়ার ছক সাজাচ্ছেন কোচ দিদিয়ের দেঁশ (Didier Deschamps) ৷

Key Points to How France Can Successfully Defend World Cup Title
Key Points to How France Can Successfully Defend World Cup Title

দোহা, 18 ডিসেম্বর: বিশ্বকাপ জয়ের খেতাব ধরের রাখার সামনে ফ্রান্স ৷ ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) 60 বছর পর ফের কোনও দলের সামনে সুযোগ পরপর দু’বার বিশ্বজয়ীর খেতাব জেতার ৷ আর তা করতে হলে কঠিন লড়াই দিতে হবে, আর্জেন্তিনাকে (How France Can Successfully Defend World Cup Title) ৷ যে দলে রয়েছেন শতাব্দীর অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi) ৷ তবে, ফ্রান্স কোচ দিদিয়ের দেঁশ (Didier Deschamps)-এর প্রতিবার নিজেকে প্রমাণ করেছেন, তাঁর স্মার্ট ফুটবল পরিকল্পনা দিয়ে ৷ যেখানে পরিস্থিতি বুঝে প্রায় অধিকাংশ ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ ফ্রান্সের 2018 রাশিয়া বিশ্বকাপ জয়ে অন্যতম কারণই ছিলেন দিদিয়ের ৷

আর ফ্রান্স শিবিরকে বিশ্বজয়ের খেতাব ধরে রাখতে হলে একটা কাজ খুব মন দিয়ে করতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ৷ আর তা হল, নিজেদের সেরা ফুটবলটা খেলে যেতে হবে ফরাসিদের ৷ আর তাহলেই প্রতিপক্ষ আর্জেন্তিনাকে রুখে দিতে পারবেন দিদিয়ের দেঁশ ৷ বিশেষ করে তাঁর তুনে কিলিয়ান এমবাপ (Kylian Mbappe)-এর মতো তরুণ তারকা রয়েছেন ৷ যিনি নিজেকে ইতিমধ্যে প্রমাণ করেছেন ৷ এই বিশ্বকাপে ইতিমধ্যে 5 গোল করে ফেলেছেন কিলিয়ান এমবাপে ৷ আর বাঁ-দিক থেকে যে গতিতে তিনি বল নিয়ে ওঠেন, তার কোনও জবাব এখনও পায়নি প্রতিপক্ষ ৷

দলগত ফুটবলই শক্তি ফ্রান্স কোচ দিদিয়ের দেঁশের

মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালে কোলো মুয়ানিকে দিয়ে ফ্রান্সের দ্বিতীয় গোল করানোর ক্ষেত্রে একার দক্ষতায় 5 জন ডিফেন্ডারকে কাটিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েছিলেন কিলিয়ান ৷ তাই আর্জেন্তিনার ডিফেন্সকে বড় চ্যালেঞ্জ দিতে চলেছেন এই 23 বছরের যুবক ৷ তবে, শুধু এমবাপে নন ৷ ফ্রান্স কোচের আরেক তুরুপের তাস হলেন অলিভিয়ার জিরু ৷ যিনি এই বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ৷ যিনি বিশ্বকাপে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতাও ৷ এই বিশ্বকাপেই থিয়েরি অঁরিকে টপকে গিয়েছেন জিরু ৷

আরও পড়ুন:ফ্রান্স শিবিরে ভাইরাস সংক্রমণ, জ্বরের উপসর্গ ভারান-কনাতে’র

আর পুরো বিশ্বকাপে যে ফুটবলারটি মাঝমাঠ থেকে ফরাসি আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন, সেই আন্তেনিও গ্রিজম্যান আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনির সবচেয়ে বড় চিন্তার কারণ হতে পারেন ৷ মূলত ফরওর্য়াড হলেও, গ্রিজম্যান এই বিশ্বকাপে মাঝমাঠ সামলাচ্ছেন ৷ আর ফ্রান্সের গোলমুখী আক্রমণের অন্যতম সাপ্লাই লাইন তিনি ৷ পাশাপাশি ওসমান দেম্বেলে, থিও হার্নান্দেজ, মার্কস থুরামরা মাঝমাঠে দিদিয়ের বড় ভরসা ৷ ফলে, প্রতিপক্ষের মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে না ভেবে নিজেদের আক্রমণাত্মক ফুটবলে বেশি মনোনিবেশ করলে বিশ্বকাপ খেতাব ধরে রাখা ফ্রান্সের পক্ষে খুব একটা কঠিন হবে না বলেই মত বিশেষজ্ঞ মহলের ৷

ABOUT THE AUTHOR

...view details