রাঁচি, 17 জানুয়ারি:আসন্ন প্যারিস অলিম্পিক্সে যোগ্য়তা অর্জনের প্রথম ম্যাচে আমেরিকার কাছে ধাক্কা খায় ভারত ৷ ব্লু উইমেন্সরা তারপর নিউজিল্যান্ডকে হারায় 3-1 গোলে ৷ আর মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ইতালিকেও 5-1 গোলে মাত দেয় 'উইমেন ইন ব্লু' ৷ রাঁচির জনতার উপস্থিতি ও টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্স তাদেরকে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে সাহায্য করেছে। তাতে অলিম্পিক্সে যাওয়ার আশা আরও জোরালো ভারতের ৷
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আমেরিকা এবং জাপান। ভারতের হয়ে উদিতা 2টি এবং নবনীত, দীপিকা এবং সালিমা একটি করে গোল করেছেন । 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' হয়েছেন উদিতা ৷ এদিনই কেরিয়ারের শততম আন্তর্জাতিক ম্যাচটি খেলতে নেমেছিলেন উদিতা দুহান। তিনি দলের জয়ে অবদান রাখলেন জোড়া গোল করে। ম্যাচের প্রথম ও 55 মিনিটের মাথায় গোল করেন উদিতা। দীপিকা 41 মিনিটে, সালিমা তেতে 45 মিনিটে এবং নবনীত কৌর 53 মিনিটে গোল করেন। ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে ইতালি।