পশ্চিমবঙ্গ

west bengal

FIFA World Cup 2022: মরুদেশে মলিন মদ্রিচরা ! মরক্কোর কাছে আটকে গেল গতবারের রানার-আপ

By

Published : Nov 23, 2022, 8:45 PM IST

ড্র দিয়ে বিশ্বকাপ (FIFA World Cup 2022) অভিযান শুরু করল ক্রোয়েশিয়া (Morocco Hold Star Studded Croatia Goalless) ৷ এদিন মরক্কোর বিরুদ্ধে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করেন ক্রোটরা ৷

FIFA World Cup 2022 Morocco Hold Strat Studded Croatia Goalless
FIFA World Cup 2022 Morocco Hold Strat Studded Croatia Goalless

দোহা, 23 নভেম্বর: কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) শুরুতে কার্যত নিষ্প্রভ 2018 রাশিয়া বিশ্বকাপের রানার আপ ক্রোয়েশিয়া ৷ গ্রুপ-এফ এর ম্যাচে মরক্কোর বিরুদ্ধে গোলশূন্যভাবে ড্র করলেন লুকা মড্রিচরা (Morocco Hold Star Studded Croatia Goalless) ৷ কাতারের আল বায়েত স্টেডিয়ামের এই ম্যাচে গোলের সম্ভাবনা তৈরি হলেও, তা কাজে লাগাতে পারেননি ক্রোটরা ৷ যেখানে লুকা মদ্রিচ (Luka Modric), নিকোলা ভ্লাসিচ একাধিকবার গোল লক্ষ্য করে শট মারলেও, তা স্কোরে পরিণত হয়নি ৷

ক্রোয়েশিয়ার হয়ে গোল করার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন নিকোলা ভ্লাসিচ ৷ অন্যদিকে, ম্যাচের প্রথম অর্ধে মরক্কোর নৌসায়ের মাজরাউই অসাধারণ একটি হেডার সেভ করে দেন ক্রোট গোলকিপার ৷ দ্বিতীয় হাফে মরক্কোর বক্সের বাইরে থেকে অধিনায়ক লুকা মদ্রিচের একটি অসাধারণ শট বাঁচিয়ে দেন মরক্কোর গোলকিপার ৷ এদিন পুরো ম্যাচে মদ্রিচকে কার্যক ফরওয়ার্ড পজিশনে উঠে খেলতে দেখা গিয়েছে ৷ যেখানে তিনি মিডফিল্ডার হিসেবে খেলা তৈরি করার কাজ করেন ৷ তবে, এদিন ক্রোয়েশিয়ান কোচ অধিনায়ক মদ্রিচকে সেই স্বাধীনতা দিয়েছিলেন ৷ তাই মাঝমাঠে থেকে স্ট্রাইকিং জোন, প্রায় সর্বত্র নিজেকে মেলে ধরেন তিনি ৷ এর লাভ তুলতে পারেননি তিনি ৷

আরও পড়ুন:নিশ্চিত জয়ের বদলে হার, একরাশ হতাশা বুয়েনস আইরেসের অলিগলিতে

তবে, এই ম্যাচ ভুলে ক্রোয়েশিয়া এবার গ্রুপ-এফ এ কানাডার বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচে মনঃসংযোগ করতে চাইবে ৷ আগামী রবিবার সেই ম্যাচ খেলতে নামবে ক্রোয়েশিয়া ৷ অন্যদিকে, মরক্কো বেলজিয়ামের মুখোমুখি হবে তাদের দ্বিতীয় ম্যাচে ৷ তার আগে 24 নভেম্বর ভারতীয় সময় রাত সাড়ে 12টায় বেলজিয়াম ও কানাডা একে অপরের মুখোমুখি হবে ৷

ABOUT THE AUTHOR

...view details