পশ্চিমবঙ্গ

west bengal

FIFA World Cup: 48 দল নিয়ে পরবর্তী ফিফা বিশ্বকাপ, মঞ্চ মাতাবে আরও অনেক ‘ছোট দেশ’

By

Published : Dec 7, 2022, 7:32 PM IST

Updated : Dec 7, 2022, 7:48 PM IST

fifa-world-cup-2026-will-organised-with-48-team
fifa-world-cup-2026-will-organised-with-48-team ()

আগামী বিশ্বকাপের মঞ্চ মাতাবে আরও অনেক বেশি দেশ (FIFA World Cup 2026 will Organised With 48 Team) ৷ কাতার, সৌদি আরবের মতো আরও অনেক তথাকথিত ছোট দেশকে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ৷

দোহা, 7 ডিসেম্বর:পরবর্তী ফিফা বিশ্বকাপে 32-এর বদলে 48টি দলকে অংশ নিতে দেখা যাবে (FIFA Increasing to 48 Teams for 2026 World Cup) ৷ এর অর্থ আগামী বিশ্বকাপে আরও অনেক দেশকে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ৷ যে সব দেশ এবছর অল্পের জন্য কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে সুযোগ পায়নি, সেই দেশ ছাড়াও আরও অনেক দল 2026 বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামবে ৷

রাউন্ড সিক্সটিনে পৌঁছানোর উল্লাস জাপানের ফুটবলারদের

2026 ফিফা বিশ্বকাপের আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো ৷ উত্তর আমেরিকার এই তিন দেশ আয়োজক হিসেবে আগেই টুর্নামেন্টে প্রবেশ করে যাবে ৷ বাকি 45টি দেশকে কোয়ালিফায়ার খেলে মূলপর্বে যেতে হবে ৷ এমন অনেক দেশকে পরবর্তী বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে, যারা প্রথমবার ফুটবলের সেরা প্রতিযোগিতার মঞ্চে অবতীর্ণ হবে ৷ সেইসঙ্গে সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া ও মরক্কোর মতো আরও কয়েকটি দেশ উঠে আসতে পারে, যারা তথাকথিত বড় দলগুলির বিরুদ্ধে অঘটন ঘটাতে তৈরি থাকবে ৷

জাপানের সমর্থকদের উল্লাস

যেখানে 2022 ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) সৌদি আরব গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্তিনাকে হারিয়ে, ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে ৷ তেমনি দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারিয়ে রাউন্ড সিক্সটিনের ম্যাচে পৌঁছে যায় ৷ সেই সঙ্গে উরুগুয়ের বিশ্বকাপ যাত্রা গ্রুপ পর্যায়েই থেমে গিয়েছে ৷ একইভাবে জাপান জার্মানিকে গ্রুপ পর্বে হারিয়ে দেয় ৷ এরপর আর টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৷

পরিবারে সঙ্গে উৎসবে মাতলেন মরক্কোর ফুটবলার

আরও পড়ুন:ফিফা বিশ্বকাপে এবার সেরা 8-এর লড়াই

আবার স্পেন বনাম কোস্টারিকা ম্যাচের মতো ফলাফলও দেখা যাবে ৷ যেখানে স্পেন 7-0 গোলে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতেছিল ৷ একইভাবে ইংল্যান্ড বনাম ইরান ৷ যে ম্যাচ ইংল্যান্ড 6-2 গোলে জেতে ৷ ফ্রান্স অস্ট্রেলিয়াকে 4-1 গোল হারায় গ্রুপ পর্বে ৷ একইভাবে রাউন্ড অফ সিক্সটিনে দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়েছে ব্রাজিল ৷ ফ্রান্স পোল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে ৷ ইংল্যান্ড সেনেগালের বিরুদ্ধে 3-0 গোলে জিতেছে ৷ আর সবশেষে পর্তুগাল সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে 6-1 গোলে ম্যাচ জেতে ৷ পাশাপাশি, রাউন্ড সিক্সটিন থেকে বিদায় নিতে হয়েছে 2010 বিশ্বকাপ জয়ী স্পেনকে ৷ মরক্কোর বিরুদ্ধে টাইব্রেকারে 3-0 গোলে হেরেছে লুইস এনরিকের দল ৷

Last Updated :Dec 7, 2022, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details