পশ্চিমবঙ্গ

west bengal

East Bengal: লক্ষ্য ক্রাউড ফান্ডিংয়ে গতি, উত্তরবঙ্গে লাল-হলুদ কর্মকর্তারা

By

Published : Jun 14, 2023, 4:08 PM IST

শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেবের সঙ্গে এই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ক্লাবকে স্বনির্ভর করতে জেলায় ঘুরছেন ইস্টবেঙ্গল কর্তারা।

East Bengal
ইস্ট বেঙ্গল

কলকাতা, 14 জুন:অর্থ জোগাড়ের লক্ষ্যে জেলায় ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। ক্লাবকে আর্থিক ভাবে মজবুত করতে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদের এই পদক্ষেপ। আপাতত উত্তরবঙ্গকে পাখির চোখ করে অর্থ সংগ্রহর চেষ্টায় জেলার কিছু ক্লাব, কিছু সদস‍্য-সমর্থকদের দ্বারস্থ হয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের অন‍্যতম কর্তা দেবব্রত সরকার। এরপরের গন্তব্য পড়শি রাজ্য ত্রিপুরা, অসম। ক্রাউড ফান্ডিংয়ের প্রথম পর্বে শুরুটা ভালো হয়েছিল। কিন্তু সেই উদ্যম কিছুটা হলেও থমকে। এখনও পর্যন্ত হাজার চারেক ক্লাব সমর্থক এই ক্রাউড ফান্ডিং কর্মসূচিতে সাড়া দিয়েছেন। সারা বছর ধরে চলবে এই কর্মসূচি ৷

কিন্তু সেই কর্মসূচিতে যাতে ভাটা না-পড়ে সে ব্যাপারে লাল-হলুদ কর্তারা সতর্ক। ইতিমধ্যে জেলা শহরে কার্যকরী কমিটির সদস্যরা ক্লাবের নির্দেশে গিয়েছেন। শীর্ষকর্তা দেবব্রত সরকার এক প্রতিনিধিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের টাউন ক্লাবে পাঠিয়েছিলেন। সেখানে তিনি গিয়ে কর্তাদের সঙ্গে কথা বলেছেন। রায়গঞ্জ ছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়িতে ইস্টবেঙ্গলের বিরাট সংখ্যক সদস‍্য-সমর্থক রয়েছেন। ক্রাউড ফান্ডিংয়ের সাহায‍‍্যের হাত বাড়াতে তাঁদের বলেছেন ইস্টবেঙ্গল কর্তারা।

সদস‍্য সমর্থকদের কাছে আর্থিক সাহায‍্য চেয়ে আবেদন করছেন কর্তারা। শুধু ক্রাউড ফান্ডিংয়ে টাকা দেওয়ার আবেদন নয়, জেলার সমর্থকরা যাতে ক্লাব সদস‍্য হন তার জন‍্য অনুরোধ করা হচ্ছে। রায়গঞ্জের টাউন ক্লাবে গিয়ে সেখানকার সদস্যদের সঙ্গে আলোচনা করেন। সদস‍্য হতে গেলে কত টাকা দিতে হবে সেই টাকার সংখ‍্যাও বলে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। সাধারণ সদস‍্য পদের জন্য 60 হাজার টাকা এবং আজীবন সদস‍্য পদের জন্য আড়াই লক্ষ টাকা দিতে হবে। ক্রাউড ফান্ডিংয়ের পাশাপাশি ক্লাবের সদস‍্য সংখ্যা বাড়ানোর মধ্যে দিয়ে ক্লাবের আর্থিক ভিত্তি বাড়ানোই লক্ষ্য ইস্টবেঙ্গলের।

আরও পড়ুন:পুরনো ছাত্রকে দলে নিলেন কুয়াদ্রাত, কেরালা থেকে লোনে লাল-হলুদে নিশু

ইনভেস্টর বা লগ্নিকারী সংস্থা দল গড়া থেকে দল পরিচালনা করছে। ক্লাব পরিকাঠামো উন্নয়নের জন্য ক্রাউড ফান্ডিংয়ের কথা বলা হলেও প্রয়োজনে অর্জিত অর্থ দল গঠনে ব্যবহার করা হবে। স্পনসর জোগাড় করে ইনভস্টরকে সাহায্য করাই লক্ষ্য। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামি গ্রুপ। তারা নতুন মরশুমের দলগঠন করছে। ফুটবলারদের নাম জানানো হচ্ছে। গত বছর 22 কোটি টাকা দিয়ে দল গড়েছিল ইমামি। আইএসএলে খেলা অন‍্য ক্লাব গুলি যেখানে 40 কোটি টাকার বেশি বাজেট রেখে দল গড়ে, সেখানে ইস্টবেঙ্গল মাত্র 22 কোটি টাকা নিয়ে নেমেছিল। এই মরশুমে ইমামি দলের বাজেট বাড়িয়ে তিরিশ কোটি টাকা করা হয়েছে। তবুও অন্তত ছয় কোটি টাকা দরকার।

শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেবের সঙ্গে এই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ক্লাবকে স্বনির্ভর করতে জেলায় ঘুরছেন ইস্টবেঙ্গল কর্তারা। "ক্রাউড ফান্ডিং শুধু টাকা তোলা নয়, সদস‍্য-সমর্থকদের সঙ্গে যোগাযোগও বাড়বে। আমরা তাঁদের কাছে আবেদন জানিয়েছি। যে যার সামর্থ্য তেমন টাকা ক্লাবকে দিন। আমাদের এই আবেদন ধারাবাহিক ভাবে চলবে। পাশাপাশি আমরা স্পনসরও আনার চেষ্টা করব। তাতে ক্লাবের ইয়ুথ ডেভেলপমেন্ট ও পরিকাঠামো তৈরি করতে সাহায‍্য করবে," বলেন দেবব্রত সরকার।

আরও পড়ুন:আরও একবছর ফেরান্দোই নাবিক, স্প্যানিশ কোচের চুক্তি বাড়িয়ে অনুশীলনের দিনঘোষণা বাগানের

ABOUT THE AUTHOR

...view details