পশ্চিমবঙ্গ

west bengal

DHFC Club Launch : অভিষেকের ক্লাবের ট্যাগলাইন, ‘দমদার হারবার ডায়মন্ড হারবার‘

By

Published : Apr 15, 2022, 4:38 PM IST

ডায়মন্ডহারবার এফসি ফুটবল ক্লাবের আত্মপ্রকাশ হল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে (DHFC Club Jersey and Logo Launch by MP Abhishek Banerjee) ৷ আজ বাংলা নববর্ষে খুঁটি পুজো করে নতুন ক্লাবের সূচনা করলেন তিনি ৷

DHFC Club Jersey and Logo Launch by MP Abhishek Banerjee
DHFC Club Jersey and Logo Launch by MP Abhishek Banerjee

কলকাতা, 15 এপ্রিল : 1 বৈশাখে আত্মপ্রকাশ ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের ৷ লোগো এবং জার্সি উন্মোচন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (DHFC Club Jersey and Logo Launch by MP Abhishek Banerjee) ৷ সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা ময়দানে তাঁর দল ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব বা ডিএইচএফসি’র সূচনা করলেন । শুক্রবার সকালে মহেশতলার বাটা স্টেডিয়ামে উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ ৷ বছরের শুরুতেই লোগো জার্সি উদ্বোধন করে রীতিমতো তাক লাগিয়ে দিলেন তিনি ৷

এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আবির্ভাবেই কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলবে ডিএইচএফসি ৷ একটি সংসদীয় কেন্দ্রের নামে ক্লাব হয়তো বাংলায় এই প্রথম ৷ ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এ দিন উন্মোচিত হল ক্লাবের লোগো ৷ সেই সঙ্গে হোম ও অ্যাওয়ে জার্সিও প্রকাশ করলেন তিনি ৷ এ দিনের ঘোষণা মতো ক্লাবের ট্যাগলাইন হল, ‘‘দমদার হারবার ডায়মন্ড হারবার ৷’’

ডিএইচএফসি’র উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ যেমন নববর্ষ, তেমনই গুড ফ্রাইডে ৷ রমজান মাসও চলছে ৷ এই পবিত্রদিনে সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমাদের স্বপ্নের ক্লাব যাত্রা শুরু করল ৷ 2019 সালে ঘোষণা করেছিলাম, আমরা একটি ফুটবল ক্লাব দ্রুত শুরু করব ৷ 2017 সাল থেকে এমপি কাপ শুরু করেছি ৷ তা দেখে শুধু বাংলাতেই নয় ৷ বাংলার বাইরেও এমএলএ কাপ, এমপি কাপ হচ্ছে ৷ ফলে ডায়মন্ডহারবার আজ যা ভাবে, ভারতের বাকি অংশ কাল তা ভাবে ৷’’

আরও পড়ুন : DHFC Teaser Launch : প্রকাশিত টিজার-লোগো, নববর্ষে পথচলা শুরু অভিষেকের ক্লাব ডিএইচএফসি-র

অভিষেক জানান, কোভিডের কারণে 2020 সালে তিনি ক্লাব চালু করতে পারেননি ৷ 2021 সালের এমপি কাপ শেষের দিন তিনি জানিয়ে ছিলেন, যত শীঘ্র সম্ভব ফার্স্ট ডিভিশন ক্লাব তৈরি করবেন ৷ তার জন্য পরিকাঠামোগত যে মানদণ্ড আইএফএ চেয়েছিল ৷ তা ডায়মন্ডহারবার ফুটবল ক্লবের তরফে দেওয়া হয়েছে বলে জানান অভিষেক ৷ তিনি এও জানান, তাঁর ডিএইচএফসি-তে রাজনীতি চলবে না ৷ বিজেপি, কংগ্রেস বা সিপিএম, যার সমর্থক বা সদস্যই হোন না কেন, ক্লাবের দরজা সকলের জন্য খোলা ৷ যে কেউ এই ক্লাবের সদস্য হতে পারবেন ৷ যে কেউ খেলার সুযোগ পাবেন ৷

ABOUT THE AUTHOR

...view details