পশ্চিমবঙ্গ

west bengal

Shree Cement On Perosevic Issue : দায় এড়াল লগ্নিকারী সংস্থা, পেরোসোভিচ ইস্যুতে ঝড় লাল-হলুদের অন্দরে

By

Published : Jan 12, 2022, 11:01 PM IST

এসসি ইস্টবেঙ্গলের প্রতিনিধি যদি পেরোসোভিচের হয়ে সওয়াল করতেন তাহলে শাস্তি কমার ব্যাপক সম্ভাবনা ছিল। অথচ বৈঠক এড়িয়ে গিয়ে সেই সম্ভাবনা খারিজ করল এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ৷ যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খন্ডন করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal management reject all the accusations) ।

Shree Cement On Perosevic Issue
দায় এড়াল লগ্নিকারী সংস্থা, পেরোসোভিচ ইস্যুতে ঝড় লাল-হলুদের অন্দরে

পানাজি, 12 জানুয়ারি : একাদশ ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয় নেই ৷ এরইমধ্যে ক্রোট ফরোয়ার্ড আন্তোনিও পেরোসোভিচের শাস্তি ইস্যুতে নতুন করে বিতর্কে এসসি ইস্টবেঙ্গল (Controversy rises again in East Bengal on Antonio Perosevic issue)। ক্রোয়েশিয়ান ফুটবলারের শাস্তি কমানো নিয়ে এআইএফএফের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে লাল-হলুদের কোনও প্রতিনিধি ছিলেন না বলে অভিযোগ। ফলে পেরোসোভিচের পাঁচ ম্যাচের নির্বাসন এবং এক লক্ষ টাকার জরিমানা কমার যেটুকু সম্ভাবনা ছিল তাও হাতছাড়া।

বৈঠকে এসসি ইস্টবেঙ্গলের তরফে সিইও শিবাজী সমাদ্দারের যোগদানের কথা ছিল। শৃঙ্খলারক্ষা কমিটি বলছে ভার্চুয়াল বৈঠকের লিঙ্ক পাঠানো সত্ত্বেও এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া মেলেনি। 45 মিনিট অপেক্ষার পরে বৈঠক বাতিল করে শৃঙ্খলারক্ষা কমিটি। অথচ এসসি ইস্টবেঙ্গলের প্রতিনিধি যদি পেরোসোভিচের হয়ে সওয়াল করতেন তাহলে শাস্তি কমার ব্যাপক সম্ভাবনা ছিল। অথচ বৈঠক এড়িয়ে গিয়ে সেই সম্ভাবনা খারিজ করল এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ৷ যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খন্ডন করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal management reject all the accusations) ।

লগ্নিকারী সংস্থার তরফে বলা হয়েছে, অভিযোগের সঙ্গে বাস্তব পরিস্থিতির সঙ্গে কোনও সম্পর্ক নেই। শৃঙ্খলারক্ষা কমিটি নাকি আগেই এসসি ইস্টবেঙ্গলকে ইঙ্গিত দিয়েছিল তাদের ক্রোয়েশিয়ার ফুটবলারের শাস্তি এবং জরিমানা কমার কোনও সম্ভাবনা নেই। কিন্তু প্রশ্ন উঠছে ইঙ্গিতেই সিদ্ধান্ত কী করে বুঝে ফেললেন এসসি ইস্টবেঙ্গলের কর্তারা। পেশাদারিত্ব নিয়ে আস্ফালন করা এসসি ইস্টবেঙ্গলে অপেশাদারী মনোভাব এই ঘটনায় স্পষ্ট। ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা গোটা ঘটনায় ক্ষুব্ধ।

আরও পড়ুন : SC East Bengal vs Jamshedpur FC : পাণ্ডিতার গোলে হার মানল লাল-হলুদের স্বদেশি ব্রিগেড

এখানেই শেষ নয়, জামশেদপুর এফসি ম্যাচের পরে ফুটবলাররা নাকি সঠিক খাবারও পাননি বলে শোনা যাচ্ছে। সিইও শিবাজী সমাদ্দার দলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছেন বলেও খবর। এমতাবস্থায় আইএসএলের বাকি ম্যাচগুলোতে এসসি ইস্টবেঙ্গল কেমন খেলে, সেটাই দেখার।

ABOUT THE AUTHOR

...view details