পশ্চিমবঙ্গ

west bengal

ISL Kolkata Derby: দুর্ঘটনা এড়ালেন বাগান ফুটবলাররা, বড় ম্যাচের আগে সৌভ্রাতৃত্বের ছবি দু'দলের অনুশীলনে

By

Published : Feb 23, 2023, 11:07 PM IST

বৃহস্পতিবার বিকেলে মূলত ফুটভলিতে মজেছিলেন এটিকে মোহনবাগান ফুটবলাররা। তারই মাঝে সেটপিস, বল পজেশন,গোলের মুখ খোলা, প্রতিপক্ষ রক্ষণ ভাঙার নানান কৌশল ঝালিয়ে নিলেন কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। অনুশীলন শেষে ফেরার পথে বড় দুর্ঘটনা এড়ালেন লিস্টন কোলাসোরা ৷

Etv Bharat
অনুশীলনে পেত্রাতোস

কলকাতা, 23 ফেব্রুয়ারি: একদল প্লে-অফ নিশ্চিত করলেও অন্য দল প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে ৷ তবে কলকাতা ডার্বি (Kolkata Derby) যে এসবের ভ্রূক্ষেপ করে না, তাই চলতি আইএসএলে ফিরতি ডার্বির দু'দিন আগে উত্তাপটা ভালোই টের পাওয়া যাচ্ছে যুবভারতী সংলগ্ন এলাকায় ৷ তবে শনিবার হাইভোল্টেজ ম্য়াচের আগে বৃহস্পতিবার যুবভারতীর অনুশীলনে ফুটে উঠল সৌভ্রাতৃত্বের ছবি (Brotherhood scenario before Kolkata Derby at YBK)। এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, এদিন অনুশীলন শেষে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এটিকে মোহনবাগানের তিনি ফুটবলার লিস্টন কোলাসো, সুমিত রাঠি এবং গ্লেন মার্টিন্স ৷ ডার্বিতে প্রতিপক্ষ হলে কী হবে, এদিন দুর্ঘটনার মুহূর্তে বাগান ফুটবলারদের দিকে ভরসার হাত বাড়িয়ে দিলেন ইস্টবেঙ্গল স্ট্রাইকার ভিপি সুহের ৷

এদিন বিকেলে অনুশীলন শেষে দু'দলের ফুটবলাররা গাড়িতে যুবভারতী ছাড়ছিলেন। সে সময় সুহের ভিপির সঙ্গে হঠাৎ দেখা লিস্টন কোলাসো-গ্লেন মার্টিন্সদের ৷ গাড়ি থামিয়ে সুহের ভিপি কয়েক মিনিট মশকরা করলেন বিপক্ষ ফুটবলারদের সঙ্গে। এরপর কুশল বিনিময় সেরে সুহের নিজের গাড়ি স্টার্ট করতে যাবেন এমন সময় একটা বিকট আওয়াজ। দৌড়ে গিয়ে দেখা যায় লিস্টন কোলাসোদের গাড়ি বাঁক নেওয়ার মুহূর্তে ধারের গার্ডরেলে ধাক্কা মেরে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়াজ শুনে ছুটে আসেন লাল-হলুদের কেরল স্ট্রাইকার। গাড়ি ঠিক আছে কি না, বাগান ফুটবলাররা ঠিক আছেন কি না; সব খুটিয়ে খোঁজ নেন সুহের ৷

মুহূর্তের অসচেতনতায় এদিন প্রায় উলটে যেতে বসেছিল লিস্টনদের গাড়ি। সবমিলিয়ে বলা যায় বড়সড় দুর্ঘটনা এড়ালেন তাঁরা ৷ ওদিকে সৌজন্যের দারুণ নজির রাখলেন লাল-হলুদ স্ট্রাইকার। যা ডার্বির উত্তেজনা ছাপিয়েও উঠে এল শিরোনামে ৷ যুবভারতীর প্র্য়াকটিস গ্রাউন্ডে এদিন বিকেল চারটে থেকে অনুশীলন সারে এটিকে মোহনবাগান। অনুশীলন সেরে হোটেলে ফেরার পথে এই বিপত্তি ৷ যদিও সুস্থ আছেন তিন ফুটবলার।

এদিন বিকেল মূলত ফুটভলিতে মজেছিলেন সবুজ-মেরুন ফুটবলাররা। তারই মাঝে সেটপিস, বল পজেশন,গোলের মুখ খোলা, প্রতিপক্ষ রক্ষণ ভাঙার নানান কৌশল ঝালিয়ে নিলেন কোচ জুয়ান ফেরান্দো। যদিও মুখে এই ব্যাপারে কোনও শব্দ ব্যয় করতে রাজি নন। জানালেন, "আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ থেকেই তিন পয়েন্ট তুলে নেওয়া। দলের ভুল ত্রুটি শোধরানোর কাজ চলছে। ফুটবলাররা সকলেই তৈরি। আমাদের দল কোনও ব্যক্তি বিশেষের ওপর নির্ভরশীল নয়।" অর্থাৎ হামিলের অনুপস্থিতিকে যে গুরুত্ব দিচ্ছেন না, তা হাবেভাবে বুঝিয়ে দিলেন বাগানের হেডস্যর ৷

আরও পড়ুন:রক্ষণ গুছিয়েই প্রথম ডার্বি জিততে চান পদ্মাপাড়ের হেডস্যর

দিমিত্রি পেত্রাতোস প্রথমবার কলকাতা ডার্বি খেলবেন। তাঁর মতে, "ডার্বি যে কোনও দেশেই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি বেশ কয়েকটি ডার্বি অস্ট্রেলিয়ায় খেলেছি। প্রতিপক্ষ ইস্টবেঙ্গল প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে বলে মোটিভেশনহীন হয়ে মাঠে নামবে বলে মনে করি না। ওরা যথেষ্ট শক্তিশালী দল। আক্রমণভাগ এবং দুই প্রান্ত ধরে আক্রমন শানানোর ব্যাপারে শক্তিশালী। তাই ওদের খাটো করে দেখার কোনও কারণ নেই। যদিও আমাদের দলের যা শক্তি তাতে যেকোনও দলকেই হারানোর ক্ষমতা আমাদের রয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details