পশ্চিমবঙ্গ

west bengal

World Wrestling Championships: প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয় অংশু মালিকের

By

Published : Oct 8, 2021, 3:07 PM IST

মহিলাদের বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে রুপো জিতলেন ভারতের অংশু মালিক ৷ সেই সঙ্গে ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে ইতিহাস গড়লেন তিনি ৷ ফাইনালে মার্কিন কুস্তিগীর হেলেন মারৌলিসের কাছে 4-1 স্কোর লাইনে হারেন অংশু মালিক ৷

Anshu Malik Create history becomes 1st Indian woman to win silver at World Wrestling Championships
প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে রুপো জয় অংশু মালিকের

ওসলো (নরওয়ে), 8 অক্টোবর : প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে ইতিহাস গড়লেন অংশু মালিক ৷ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে রুপো জিতলেন তিনি ৷ তবে, বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হারের আক্ষেপ রয়েছে তাঁর ৷ নরওয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার ওসলোর নরওয়েতে অলিম্পিকস মেডেল জয়ী মার্কিন কুস্তিগীর হেলেন মারৌলিসের কাছে 4-1 স্কোর লাইনে হারেন অংশু মালিক ৷ মহিলাদের 57 কেজির বিভাগে মার্কিন কুস্তিগীরের কাছে হারতে হয় তাঁকে ৷

ফাইনালে অংশুকে দাপটের সঙ্গে হারিয়ে সোনা জিতেছেন মার্কিন ওই কুস্তিগীর ৷ 2016 সাল থেকে লখনউতে সাই (SAI)-র ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সে প্রশিক্ষণ নিচ্ছেন অংশু ৷ এ বছরের মাঝামাঝি সময়ে টোকিয়ো অলিম্পিকসে অভিষেক হয় তাঁর ৷ আর এখন ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেন তিনি ৷ যেখানে ম্যাচ হারলেও, প্রথমবার দেশকে রুপো এনে দিয়ে ইতিহাস গড়লেন তিনি ৷

আরও পড়ুন : MI vs SRH: আইপিএল’র প্লে অফে পৌঁছতে মুম্বইয়ের সামনে অঙ্কের জটিল সমীকরণ

এর আগে অংশু মালিক মহিলা এশিয়ান চ্যাম্পিয়নশিপে দু’টি পদক জিতেছেন ৷ যেখানে একটি সোনা এবং একটি রুপো জেতেন ভারতের অংশু ৷ বুধবারই ইতিহাসের পাতায় নিজের নাম লিখে দিয়েছিলেন অংশু ৷ যখন সেমিফাইনালে জিতে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেন তিনি ৷

আরও পড়ুন : Deepak Chahar : গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব সিএসকে ক্রিকেটারের

ABOUT THE AUTHOR

...view details