পশ্চিমবঙ্গ

west bengal

'ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দা ইয়ার' রানি রামপাল

By

Published : Jan 31, 2020, 5:08 AM IST

সারা বিশ্বে ছড়িয়ে থাকা ক্রীড়াপ্রেমীরা ভোট দিয়ে নির্বাচিত করেন 'ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দা ইয়ার' বিজয়ীকে ৷ ভোটাভুটির 20 দিন পর বৃহস্পতিবার এই সুখবর ঘোষণা করে ওয়ার্ল্ড গেমস ৷ তারপর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন রানি ৷

Rani Rampal
রানি রামপাল

দিল্লি, 30 জানুয়ারি : 1,99,477টি ভোট ৷ প্রথম ভারতীয় হিসেবে রানি রামপাল শুধু 'ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দা ইয়ার' হলেন না, জিতলেন বিপুল সংখ্যার ভোটে ৷ গোটা বিশ্বের মোট 25 জন অ্যাথলিট এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ৷ সবাইকে পিছনে ফেলে ওয়ার্ল্ড গেমসের বর্ষসেরা অ্যাথলিট হলেন দেশের মহিলা হকি দলের অধিনায়ক ৷

তাঁর সুনিপুণ নেতৃত্ব এবং অসাধারণ পারফরম্যান্সে টোকিয়ো অলিম্পিক্সের টিকিট পাকা করেছে ভারতীয় মহিলা হকি দল ৷ গতবছর FIH সিরিজ় ফাইনালস জয়ের পর টুর্নামেন্টের সেরা হয়েছিলেন ৷ রানি রামপালের নেতৃত্বে মহিলা হকি দল একের পর এক টুর্নামেন্টে সাফল্যের মুখ দেখেছে ৷ এবার '2019 ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দা ইয়ার' হয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন তিনি ৷ চলতি বছরে পদ্মশ্রী পেয়েছেন রানি ৷ 2016 সালে জেতেন অর্জুন পুরস্কার ৷

সারা বিশ্বে ছড়িয়ে থাকা ক্রীড়াপ্রেমীরা ভোট দিয়ে নির্বাচিত করেন 'ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দা ইয়ার' বিজয়ীকে ৷ ভোটাভুটির 20 দিন পর বৃহস্পতিবার এই সুখবর ঘোষণা করে ওয়ার্ল্ড গেমস ৷ তারপর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন রানি ৷ আন্তর্জাতিক হকি ফেডারেশন রানির প্রতিক্রিয়ার একটি ভিডিয়ো আপলোড করেছে ৷ আপ্লুত অধিনায়ক বলেছেন, "দেশ, দল এবং হকির সঙ্গে জড়িত সকলকে এই পুরস্কার উৎসর্গ করছি ৷ হকিপ্রেমীদের ভালোবাসা, অনুরাগীদের সাপোর্ট, কোচ এবং বন্ধু-বান্ধবদের সমর্থন ছাড়া এটা সম্ভব হত না ৷"

New Delhi, Jan 30 (ANI): All party meeting was called by Lok Sabha Speaker Om Birla on January 30. Prime Minister Narendra Modi attended the meeting. Chirag Paswan, Arjun Ram Meghwal and other leaders attended the meeting. While talking about the meeting, Om Birla said, "I've requested all floor leaders to see that the proceedings be carried out without any obstruction. I hope the proceedings will take place as per the expectations of people. Everyone has assured me that the House will function smoothly". Budget session of the Parliament will begin from January 31.

ABOUT THE AUTHOR

...view details