পশ্চিমবঙ্গ

west bengal

আজ ডুরান্ড ফাইনাল; 19 বছরের খরা কাটবে মোহনবাগানের ?

By

Published : Aug 24, 2019, 4:59 AM IST

Updated : Aug 24, 2019, 6:13 AM IST

দশবছর পরে ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে মোহনবাগান। শেষ ডুরান্ড কাপ জয় আরও নয় বছর আগে । বদলে যাওয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে ট্রফির খোঁজে মোহনবাগান ।

মোহনবাগান

কালকাতা, 24 অগাস্ট : ঈশ্বরের আপন দেশ, না ফুটবল মক্কা । ডুরান্ডের নয়া ঠিকানা কী হতে চলেছে তা জানতে শনিবাসরীয় সন্ধ্যা অবধি অপেক্ষা করতে হবে । তবে ফাইনালের যুযুধান দুই দলই বলছে, শারীরিক প্রতিকূলতা সরিয়ে ফাইনালের চ্যালেঞ্জ নিতে তারা তৈরি।

দশবছর পরে ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে মোহনবাগান । শেষ ডুরান্ড কাপ জয় আরও নয় বছর আগে । 2000 সালে শেষবার ডুরান্ড জয়ের পর আরও দু'বার ফাইনালে উঠলে ট্রফি অধরা থেকেছে ৷ ষোলো বার ঐতিহ্যশালী ডুরান্ড জিতলেও মাঝের সময় অনেক বদল হয়েছে । বদলে যাওয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে ট্রফির খোঁজে মোহনবাগান । মরশুমের প্রথম ট্রফি ঘরে তোলার হাতছানিতে বাগান কোচ কিবু ভিকনাও এখন দর্শন বদলে ট্রফিতে চোখ রাখতে চাইছেন ।

অনুশীলনে নামার আগে দল নিয়ে আধঘণ্টার টিম মিটিং । সংবাদ মাধ্যমের জন্যে মাত্র পনেরো মিনিট বরাদ্দ করে সবুজ মেরুন চাণক্য ফাইনালের প্রস্তুতি আস্তিনের তলায় ঢেকে রাখলেন । প্রতিপক্ষ গোকুলাম কেরালা শিবিরকে সমীহই করছেন । অধিনায়ক জোসেফের গোল করার ক্ষমতা জায়গা করে নিয়েছে সবুজ মেরুন হেডস্যারের নোটবুকে । এদিকে হেনরি কিসিয়াকা সম্পর্কে হোমওয়ার্ক সেরে ফেলেছেন বাগান কোচ ৷ গোল পোস্টের নিচে উবেদ সি কে-র পারফরমেন্সেও নজর কিভুনার । শনিবাসরীয় ফাইনালে গোকুলম যে মোহনবাগানকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে তা ভালো মতোই আঁচ করতে পেরেছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ ৷

সেমিফাইনালে সুয়ের ভিপি জোড়া করলেও রাস্তা তৈরি করে দিয়েছিলেন ফ্রান গঞ্জালেস । পেটের সমস্যায় ফাইনালেই এই স্প্যানিয়ার্ড অনিশ্চিত ৷ সেমিফাইনালে একশো কুড়ি মিনিট খেলার ঝক্কি সামলে ফাইনালের ধকল নেওয়ার প্রস্তুতি । সবুজ-মেরুন হেডস্যার বলছেন এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন । FIFA-র নিয়ম মেনে অতিরিক্ত সময়ে চার নম্বর পরিবর্তন করার সুযোগ কেন দেওয়া হচ্ছে না, তা নিয়েও সরব তিনি । আর্দ্রতার কারণে এই ধরনের টুর্নামেন্টে অতিরিক্ত তিরিশ মিনিট না খেলিয়ে সরাসরি টাইব্রেকার করা উচিত বলে দাবি তুলেছেন বাগান কোচ ৷

নিয়ম নিয়ে সরব হলেও কোনও অজুহাত দিতে চান না । বরং ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনালে ওঠার কৃতিত্বকে ট্রফির সাফল্যে রঙিন করতে চান ভিকুনা । আক্রমণ ও রক্ষণের উন্নতির পাশাপাশি সেটপিসের ফায়দা হাতছাড়া করতে নারাজ তিনি । ঘরের মাঠে চেনা পরিবেশে খেলা হলেও নিজের দল মোহনবাগান ফেভারিট, মানতে চান না কিবু ভিকুনা । রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে গোলের সুযোগ কাজে লাগিয়ে বাজিমাতের অভ্যাস ছেলেরা ফাইনালে বজায় রাখুক এটাই চাইছেন তিনি ।

Intro:ইশ্বরের আপন দেশ, না, ফুটবল মক্কা। ডুরান্ডের নয়া ঠিকানা কি হতে চলেছে তা জানতে শনিবাসরীয় সন্ধ্যা অবধি অপেক্ষা করতে হবে। তবে ফাইনালের যুযুধান দুই দলই বলছে শারীরিক প্রতিকুলতা সরিয়ে ফাইনালের চ্যালেঞ্জ নিতে তারা তৈরি।
দশবছর পরে ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে মোহনবাগান। শেষ ডুরান্ড কাপ জয় আরও নয় বছর আগে। ষোলো বার ঐতিহ্য শালী ট্রফিটা জিতলেও মাঝের সময় অনেক বদল হয়েছে। বদলে যাওয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে ট্রফির খোঁজ মোহনবাগানের। মরসুমের প্রথম ট্রফি ঘরে তোলার হাতছানিতে কিবু ভিকনাও এখন দর্শন বদলে ট্রফিতে চোখ রাখতে চাইছেন।
অনুশীলনে নামার আগে দল নিয়ে আধঘণ্টার টিম মিটিং। সংবাদ মাধ্যমের জন্যে মাত্র পনেরো মিনিট বরাদ্দ করে সবুজ মেরুন চানক্য ফাইনালের প্রস্তুতি আস্তিনের তলায় ঢেকে রাখলেন।
প্রতিপক্ষ গোকুলাম কেরালার শক্তি কে সমীহ করছেন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেমিফাইনালে তাদের অন্যমাত্রার ফুটবল কিবু ভিকুনার নজর এড়ায়নি। অধিনায়ক জোসেফের গোল করার ক্ষমতা গোকুলামের শক্তি তা জায়গা করে নিয়েছে সবুজ মেরুন হেডস্যারের নোটবুকে। একই সঙ্গে হেনরি কিসিয়াকা সম্বন্ধে তার হোমওয়ার্ক সারা। উবেদ সিকের ভালো গোলরক্ষা নজর এড়ায়নি। সামগ্রিক ভাবে প্রতিপক্ষ কেরালার ক্লাব দলটি যে শক্ত চ্যালেঞ্জ ছুড়তে তৈরি তা মোহনবাগানের স্প্যানিশ কোচ ধরে নিয়েছেন।
সেমিফাইনালে সুয়ের ভিপি জোড়া করলেও রাস্তা তৈরি করে দিয়েছিলেন ফ্রান গঞ্জালেস। স্প্যানিশ ফুটবলারটি পেটের গন্ডগোলে ভুগেছেন। তার সুস্থতা সম্পর্কে বাগান কোচের একটাই উত্তর,"ফ্রান প্র্যাকটিস করবে।"
একশো কুড়ি মিনিট খেলার ঝক্কি সামলে ফাইনালের ধকল নেওয়ার প্রস্তুতি। বেইটা, সুয়েরদের হেডস্যার বলছেন এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। ফিফার নিয়ম মেনে অতিরিক্ত সময়ে চারনম্বর পরিবর্তন করার সুযোগ কেন দেওয়া হচ্ছেনা, তা নিয়েও সরব তিনি। আদ্রতার কারনে এই ধরনের টুর্নামেন্টে অতিরিক্ত তিরিশ মিনিট না খেলিয়ে সরাসরি টাইব্রেকার করা উচিত বলে দাবি তুলেছেন।
নিয়ম নিয়ে সরব হলেও কোনও অজুহাত দিতে চান না। বরং ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনালে ওঠার কৃতিত্বকে ট্রফির সাফল্যে রঙিন করতে চান ভিকুনা।
আক্রমন ও রক্ষণের পারফরম্যান্সের উন্নতির পাশাপাশি সেটপিসের ফায়দা হাতছাড়া করতে নারাজ।
ঘরের মাঠে চেনা পরিবেশে খেলা হলেও নিজের দল মোহনবাগান ফেভারিট,মানতে চান না কিবু ভিকুনা। রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে গোলের সুযোগ কাজে লাগিয়ে বাজিমাতের অভ্যাস ছেলেরা ফাইনালে বজায় রাখুক এটাই চাইছেন।
উনিশ বছর পরে ডুরান্ড কাপ ঘরে ফেরানোর সুযোগ। তাই ইশ্বরের আপন দেশ কেরল নয় , ফুটবল মক্কা কলকাতায় ট্রফি রাখার শপথ মোহনবাগানে।


Body:ডুরান্ড


Conclusion:
Last Updated : Aug 24, 2019, 6:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details