পশ্চিমবঙ্গ

west bengal

নতুন ফর্ম্যাটে কলকাতা লিগ করার ভাবনা IFA-র

By

Published : Aug 17, 2020, 5:16 PM IST

কোরোনা ভাইরাস প্যানডেমিকের দাপটে চলতি বছরে কলকাতা ময়দানে বল গড়ায়নি । ফলে কলকাতা ফুটবলের ভবিষ্যৎ ঘিরে এখন জোরালো ঘূর্ণাবর্ত । যদিও অবস্থার উন্নতি হলেই বল গড়ানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে IFA ।

জয়দীপ মুখোপাধ্যায়
জয়দীপ মুখোপাধ্যায়

কলকাতা, 17 অগাস্ট : কোরোনা পরিস্থিতিতে কলকাতা লিগের উপর দেখা দিয়েছে সংকট ৷ আগের ফর্ম্যাটে নয়, হয়ত কলকাতা লিগ আয়োজন হতে পারে নতুন ফর্ম্যাটে ৷ এমনকী তিন প্রধানকে ছাড়াই হতে পারে এবারের কলকাতা লিগ ৷

আই লিগ ও ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার আশা বাড়তেই, কলকাতার সুতারকিন স্ট্রিটের IFA অফিসে ব্যস্ততা বেড়েছে ৷ কোরোনা ভাইরাস প্যানডেমিকের দাপটে চলতি বছরে কলকাতা ময়দানে বল গড়ায়নি । ফলে কলকাতা ফুটবলের ভবিষ্যৎ ঘিরে এখন জোরালো ঘূর্ণাবর্ত । যদিও অবস্থার উন্নতি হলেই বল গড়ানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে IFA ।

প্রথমে ভাবা হয়েছিল পাঁচটি ডিভিশনের খেলা করা হবে । কিন্ত পরিবর্তিত পরিস্থিতিতে তা আর সম্ভব নয় । কারণ ফুটবল ক্যালেন্ডারে ISL, আই লিগ এবং অনূর্ধ্ব 17 মেয়েদের বিশ্বকাপের সূচির মাঝে কলকাতা লিগ কীভাবে করা হবে তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। যদি শুধুমাত্র কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা আয়োজন করা হয় তাহলে তা কি তিন প্রধানকে ছাড়াই হবে ?

অন্তত ISL এবং আই লিগের সূচি দেখে তাই মনে হচ্ছে । চলতি সপ্তাহে প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলোকে নিয়ে আলোচনায় বসবেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় । সেখানে কীভাবে লিগ শুরু করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ।

কলকাতা লিগ নিয়ে IFA সচিব

কলকাতার তিন প্রধান চলতি মরশুমে ISL এবং আই লিগে ব্যস্ত ৷ এই অবস্থায় তারা কীভাবে কলকাতা লিগে খেলবে তা নিয়ে সংশয় রয়েছে । IFA-র তরফে তিন প্রধানকে ছাড়া লিগ আয়োজন করার কথা বলা হয়েছিল । কিন্তু অন্য ক্লাবের কর্তারা সেই প্রস্তাব আমল দেননি । কারণ তিন প্রধানকে বাদ দিয়ে লিগ হলে তারা স্পনসর যোগাড় করতে সমস্যায় পড়বেন ।

এই অবস্থায় লিগের ফর্ম্যাট বদলের ভাবনা ভেবে রেখেছে IFA । সেক্ষেত্রে তিন প্রধান ছাড়া প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলি দুটো বিভাগে ভাগ করে পরস্পরের সঙ্গে খেলবে । তাদের মধ্যে থেকে প্রথম চারকে নিয়ে বা চ্যাম্পিয়ন ও রানার্স পরবর্তী ধাপে খেলবে ৷ যেখানে সরাসরি তিন প্রধান যোগ দেবে । IFA সচিব বলছেন তিনি কলকাতা লিগ আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী । আই লিগের দুটো ডিভিশন আয়োজনের দায়িত্ব তাদের উপর দিয়েছে ফেডারেশন । যা চ্যালেঞ্জিং । এই অবস্থায় পুরো পরিস্থিতি নিয়ে ক্লাবেদের সঙ্গে বিস্তারিত আলোচনার পরে হয়ত নতুন ফর্ম্যাটে কলকাতা লিগ করার দিকে এগোচ্ছে IFA ।

ABOUT THE AUTHOR

...view details