পশ্চিমবঙ্গ

west bengal

Ballon D'Or Award : ব্যলন ডি'অর পুরস্কারে ফের মেসি-রোনাল্ডো দ্বৈরথ

By

Published : Oct 9, 2021, 5:06 PM IST

বিশ্বের সর্বাধিক ব্যলন ডি'অর রয়েছে লিওনেল মেসির ঝুলিতে ৷ বিশ্ব ফুটবলের এই অনন্য সম্মান পাঁচবার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ কোভিডের কারণে গত বছর দেওয়া হয়নি ব্যলন ডি'অর ৷ তবে চলতি বছরে বিশ্ব ফুটবলের সেরা খেতাবের লড়াইয়ে ফের মেসি-রোনাল্ডো ৷

Ballon D'Or Award
ব্যলন ডি'অর পুরস্কারে ফের মেসি-রোনাল্ডো দ্বৈরথ

প্যারিস , 9 অক্টোবর : 2021 সালের ব্যলন ডি'অর পুরস্কারের জন্য ছয় ধাপে 30 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। প্রতিটি ধাপে পাঁচ জন করে মনোনীত ফুটবলারের নাম ঘোষণা করা হয় ৷ তৃতীয় ধাপে লিওনেল মেসির নাম ঘোষণা করা হয় ৷ মেসি-রোনাল্ডো ছাড়া 30 জনের তালিকায় নাম রয়েছেন নেইমার, এমবাপে, বেঞ্জেমার ৷ 29 নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে দেওয়া হবে এই পুরস্কার ৷

গত জুলাইয়ে ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন মেসি । আন্তর্জাতিক ফুটবলে 28 বছরের খরা কাটিয়ে দেশকে প্রথম ট্রফি দেন তিনি ৷ টুর্নামেন্টে চারটি গোল করে ও পাঁচটি করিয়ে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। তবে বার্সেলোনার হয়ে বিদায়ী মরশুমটা ভাল কাটেনি আর্জেন্টাইন তারকার ৷ যদিও ব্যক্তিগত নৈপুণ্যে বরাবরের মতোই ছিলেন উজ্জ্বল তিনি। লা-লিগায় সর্বাধিক 30টি গোল করে রেকর্ড গড়ে অষ্টমবারের মতো পিচিচি ট্রফি জেতেন ৷ এর আগে রেকর্ড ছ'বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মেসি ৷ এবার সাত নম্বর ব্যলন ডি'অরের দৌড়ে রয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার ৷

অন্যদিকে দল সাফল্য না-ফেলেও ব্যক্তিগত সাফল্যে বছরটা দুর্দান্ত কেটেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷ জুভেন্তাসের হয়ে 2020-21 মরসুমে সিরি এ-তে সর্বাধিক 29টি গোল করেন তিনি ৷ সেই সঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়র লিগ, লা-লিগা ও সিরি-এ লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন রোনাল্ডো ৷

আরও পড়ুন : সরিয়ে রেখেছিলেন রোনাল্ডো, ভাইরাল মেসির বিজ্ঞাপনের ভিডিয়ো

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও দেশের হয়ে রেকর্ড গড়েন পর্তুগাল তারকা। টুর্নামেন্ট থেকে পর্তুগাল শেষ ষোলোয় বিদায় নিলেও তার আগেই আসরে পাঁচটি গোল করে আন্তর্জাতিক ফুটবলে আগের রেকর্ড গোলদাতা আল দায়েইর রেকর্ড স্পর্শ করেছিলেন। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোল করে আলির রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়েন পাঁচবারের বর্ষসেরা রোনাল্ডো ৷

ABOUT THE AUTHOR

...view details