পশ্চিমবঙ্গ

west bengal

ICC World Cup 2023: বিশ্বজয়ের খরা কাটাতে গেমচেঞ্জার হতে পারে হার্দিক-বুমরা-কুলদীপ, বলছেন ঝুলন

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 6:41 PM IST

বিশ্বকাপের লড়াইয়ে ভারতকে বেশ এগিয়ে রাখছেন প্রাক্তন ভারতীয় মহিলা দলের পেসার ঝুলন গোস্বামী ৷ তাঁর মতে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার শক্তি রয়েছে এই দলের কাছে ৷ আর দলের পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ পালন করবেন হার্দিক-বুমরা-কুলদীপ ৷

Jhulan Goswami
বিশ্বকাপে গেমচেঞ্জার হার্দিক বুমরা কুলদীপ

কলকাতা, 3 অক্টোবর:বিশ্বকাপের লড়াইয়ের মহড়া ইতিমধ্যেই জমে উঠেছে ৷ মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বৃষ্টিতে তা পণ্ড হয়েছে ৷ যদিও বিরাট কোহলি-রোহিত শর্মাদের জন্য আজও বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে ভিজে মাঠ ৷ আর কয়েক ঘন্টার পরেই শুরু হয়ে যাবে বিশ্বযুদ্ধের মূল পর্ব ৷ আর সেখানে ভারত কেমন পারফর্ম করবে তা দেখার জন্য়ই আপাতত মুখিয়ে রয়েছে সকলে ৷ আবার কী 2015 বা 2019 সালের রিপিট টেলিকাস্ট? নাকি ঘরের মাঠে 2011 সালের বিশ্বজয়ের স্মৃতি আবার ফিরিয়ে আনতে পারবেন রোহিতরা? এক যুগের অপেক্ষার অবসান কি ঘটবে? ভারতীয় দলকে নিয়ে আশাবাদী কিন্তু সকলেই ৷ আশাবাদী প্রাক্তন ভারতীয় মহিলা দলের পেসার ঝুলন গোস্বামীও ৷

এর আগেই সন্দীপ পাতিলের মতো প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার মন্তব্য করেছিলেন, এত তাড়াতাড়ি ভারতীয় দল নিয়ে ভবিষ্যদ্বাণী করা উচিত নয় । তবে এটা বলাই যায় ভারতীয় দলে যথেষ্ট ভালো । টুর্নামেন্টের মাঝামাঝি সময় এলে বোঝা যাবে দল আদৌ ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কি না ৷ এমনই বিভিন্ন বিশ্লেষকরা নানা মত পোষণ করছেন গত কয়েক দিন ধরেই ৷

দেশের মাটিতে তৃতীয় ওয়ান ডে বিশ্বকাপের আগে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল যে ছন্দে রয়েছে এই নিয়ে কোনও সন্দেহ নেই । কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার মতো তুখোড় প্রতিপক্ষের ওপরেও স্টিমরোলার চালিয়েছে রোহিত বাহিনী ৷ তবে বিশ্বকাপ তৃতীয়বার ঘরে তুলতে হলে কোনও ব্যক্তি বিশেষের পারফরম্যান্সের ওপর নির্ভর করলে চলবে না বলেই মনে করছেন প্রাক্তনরা। 1983 হোক বা 2011 সাল ভারতীয় দলকে জয় কপিল দেব নিখাঞ্জ বা মহেন্দ্র সিংহ ধোনি একা এনে দেননি ৷ কখনও নায়ক হয়েছেন যশপাল পাল শর্মা, মদনলাল বা মহিন্দর অমরনাথ আবার কখনও নায়ক হয়েছেন যুবরাজ সিং, গৌতম গম্ভীর, সচিন তেন্ডুলকর বা জাহির খান ৷

আর তাই কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীও ব্যক্তি নয় দলগত পারফরম্যান্সের ওপরেই গুরুত্ব দিয়েছেন । তাঁর কথায়, "হার্দিক পাণ্ডিয়া আমার মতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন । পাঁচ নম্বরে ব্যাট করতে আসেন । প্রয়োজনীয় সময়ে ব্যাট হাতে ইনিংসের গতি নিয়ন্ত্রন করেন । আবার বল হাতে সঠিক সময়ে জ্বলে উঠে ভয়ঙ্কর হয়ে ওঠা জুটিও ভাঙতে পারেন । তাঁর এই অলরাউন্ড ক্রিকেটীয় পারফরম্যান্স দলের জন্য প্রয়োজনীয়। এর পাশাপাশি জসপ্রীত বুমরাও খুব গুরুত্বপূর্ণ ৷ মনে রাখতে হবে চোট সারিয়ে ফিরেছেন । কিন্তু অসম্ভব ফিট । পুরোনো ছন্দে বল করছেন । তাই হার্দিক পান্ডিয়া এবং বুমরা জুটির দিকে তাকিয়ে থাকব। এর সঙ্গে কুলদীপ যাদবকেও দিকেও নজর রাখতে হবে ৷"

আরও পড়ুন:বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন রূপে সেজে উঠেছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম

সেমিফাইনালে পৌঁছবে কোন কোন দল, তা নিয়ে জল্পনাও এখন থেকেই শুরু হয়ে গিয়ছে ৷ যদিও সবুজ মাঠে এখনও বলই গড়ায়নি ৷ কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে কোন কোন দলকে বেশি এগিয়ে রাখছেন সকলের প্রিয় 'চাকদা এক্সপ্রেস' ৷ তিনি বলেন "অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান সেমিফাইনালের দৌড়ে থাকবে ।" প্রসঙ্গত, এর আগে তাঁর পছন্দ থেকে পাকিস্তানকে বাদ দিয়েছিলেন সন্দীপ পাতিল ৷ তাঁর মতে, পাকিস্তান দলটিকে নিয়ে একটি অনিশ্চয়তার বাতাবরণ সর্বদা কাজ করে ৷ আর তাই ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডই তাঁর কাছে সেমির সবচেয়ে বড় দাবিদার ৷

ABOUT THE AUTHOR

...view details