পশ্চিমবঙ্গ

west bengal

Jhulan Goswami: 20 বছরের সফরসঙ্গীদের ধন্যবাদ জ্ঞাপন ঝুলনের, দিলেন অন্যরূপে ফেরার ইঙ্গিত

By

Published : Sep 25, 2022, 7:41 PM IST

সতীর্থ, সমর্থক, সমালোচক, কোচ, বন্ধ, সংবাদ মাধ্যম সবাইকে ধন্যবাদ জানিয়ে পেশাদার ক্রিকেট থেকে অবসরের অফিসিয়াল ঘোষণা ঝুলন গোস্বামীর (Jhulan Goswami Express Her Gratitude) ৷

Jhulan Goswami Express Her Gratitude for All Supports
Jhulan Goswami Express Her Gratitude for All Supports

কলকাতা, 25 সেপ্টেম্বর: আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন প্রায় 24 ঘণ্টা হতে চলেছে ৷ এবার সোশাল মিডিয়ায় অফিসিয়ালি নিজের অবসর নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করলেন ‘চাকদা এক্সপ্রেস’ ঝুলন গোস্বামী (Jhulan Goswami Express Her Gratitude) ৷ যেখানে ঝুলন উল্লেখ করছেন, এমন একটা সফর তিনি শেষ করলেন, যা তাঁর জীবনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ৷ আর সেই সফরকে 'সবচেয়ে সুখের সফর' বলে উল্লেখ করেছেন ঝুলন গোস্বামী ৷ তবে, পেশাদার ক্রিকেটার হিসাবে অবসর নিলেও, তিনি বেশিদিন মাঠের বাইরে থাকবেন না, সে কথাও জানিয়েছেন ‘চাকদা এক্সপ্রেস’ ৷

এদিন প্রকাশিত বিজ্ঞপ্তটিতে তাঁর ক্রিকেট পরিবার এবং তাঁর অনুরাগীদের উল্লেখ করেছেন ঝুলন ৷ যেখানে তিনি শুরুটা করেছেন এইভাবে, ‘‘আমার ক্রিকেট পরিবার এবং তাঁর থেকেও বেশি যাঁরা, তো অবশেষে সেই দিনটা এসে গেল ! প্রতিটা সফরের যেমন একটা শেষ আছে ৷ ঠিক তেমনই আমার দীর্ঘ 20 বছরের ক্রিকেট সফর শেষ হল আজ ৷ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলাম ৷’’

এ দিন ঝুলন তাঁর ধন্যবাদ জ্ঞাপন চিঠিতে আর্নেস্ট হ্যামিংওয়ের মন্তব্য তুলে ধরে বলেন, ‘‘আর্নেস্ট হ্যামিংওয়ে বলেছিলেন, ‘পরবর্তী সফর শুরু করার আগে, একটা সফর শেষ হওয়া খুব জরুরি ৷ কিন্তু, এটা সেই সফর, শেষে গিয়ে যার গুরুত্ব সবচেয়ে বেশি থাকে’ ৷ আমার জন্য এই সফর সবচেয়ে সন্তোষজনক ৷ এটা খুবই উত্তেজক ছিল ৷ বলতে গেলে একপ্রকার রোমাঞ্চ ছিল এই সফরে ৷ আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি ৷ আমি ভারতের জার্সি গায়ে প্রায় দু’দশক আমার দেশের হয়ে খেলে গিয়েছি এবং আমার সেরাটা দেওয়া চেষ্টা করেছি ৷ যখনই আমি প্রতি ম্যাচের আগে জাতীয় সঙ্গীত শুনতাম, সেখানে সবসময় একটা গর্বের অনুভূতি কাজ করত ৷’’

ঝুলনের ধন্যবাদ জ্ঞাপনে, উঠে এসেছে সতীর্থ খেলোয়াড়, প্রতিপক্ষ, খেলার মাঝে তৈরি হওয়া বন্ধু, সাংবাদিক, ম্যাচের আয়োজক এবং বোর্ড প্রশাসকদের প্রসঙ্গ ৷ আর এরা সকলে তাঁর জীবনে বছরের পর বছর ধরে উপহারের মতো এসেছেন বলে জানান ঝুলন ৷ চাকদা এক্সপ্রেস চিঠিতে লিখেছেন, ‘‘ক্রিকেটার হিসাবে আমি সবসময় সৎ থাকার চেষ্টা করেছি ৷ আশা করি ভারতীয় মহিলা ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটের অগ্রগতিতে আমি অবদান রাখতে পেরেছি ৷ আশা করি পরবর্তী প্রজন্মের মেয়েদের আমি এই সুন্দর খেলার সঙ্গে যুক্ত হতে অনুপ্রাণিত করতে পেরেছি ৷’’

আরও পড়ুন:ঝুলনকে তাঁর অবসরে আগামীর শুভেচ্ছা ভারতীয় ক্রিকেটের

ঝুলন তাঁর ধন্যবাদ জ্ঞাপনে জানিয়েছেন, ‘‘1997 সালে ইডেন গার্ডেন্সে মহিলা বিশ্বকাপের ফাইনাল দেখার পর থেকে আমার স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলার ৷ আর আমার উপর আস্থা রেখে সেই স্বপ্নপূরণে সহযোগিতা করার জন্য বিসিসিআই, সিএবি, উইমেনস ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ৷’’ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি, কোচ, প্রশিক্ষক, ফিজিও এবং গ্রাউন্ড স্টাফদেরও ঝুলন ধন্যবাদ জানিয়েছেন তাঁর এই দীর্ঘ সফরের সঙ্গী হওয়ার জন্য ৷ আর তিনি যে সকল অধিনায়কদের অধীনে খেলেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন ঝুলন গোস্বামী ৷

সবশেষে নিজের পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন ঝুলন ৷ ধন্যবাদ এই কারণে, যে তাঁর খারাপ-ভালো সব সময়ে পাশে থাকার জন্য ৷ পাশাপাশি বন্ধু, তাঁর সবচেয়ে বড় সমালোচক থেকে শুরু করে সমর্থক, সকলকে ধন্যবাদ জানিয়েছেন চাকদা এক্সপ্রেস ৷ উঠে এসেছে তাঁর ছোটবেলার কোচের প্রসঙ্গও ৷ যিনি তাঁর এই দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের স্বপ্নকে বড় করেছেন এবং একটি সঠিক দিশা দেখিয়েছেন ৷

আরও পড়ুন:ঝুলনের শেষ ম্যাচে আবেগপ্রবণ সতীর্থরা, চোখে জল হরমনপ্রীতের

শেষে ঝুলন ধন্যবাদ জ্ঞাপন চিঠিতে উল্লেখ করেছেন, তিনি গত 20 বছর আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে দলের সকলের সঙ্গে প্রতিটা মুহূর্তে উপভোগ করেছেন ৷ তা মাঠের ভিতরে হোক বা বাইরে ৷ আর ‘চাকদা এক্সপ্রেসে’র সঙ্গে ক্রিকেটের রোমান্সটা যে এখানেই শেষ নয়, সেই বার্তাও দিলেন ঝুলন গোস্বামী ৷ তিনি লিখেছেন, ‘‘আমি সবসময় ক্রিকেটকে ভালোবেসে যাব এবং একজন পেশাদার ক্রিকেটার হিসাবে অবসর নিলেও, খুব বেশিদিন আমি তোমার (ক্রিকেট) থেকে দূরে থাকতে পারব না ৷’’

ABOUT THE AUTHOR

...view details