পশ্চিমবঙ্গ

west bengal

Golden Ticket to Big B: বিগ বি'র হাতে 'গোল্ডেন টিকিট', বিশ্বকাপে মাঠে গলা ফাটাবেন অমিতাভ

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 10:15 PM IST

ক্রিকেটের মাঠে ওয়ার্ল্ড কাপের দুদার্ন্ত ইনিংস বিনামূল্যে দেখতে পারবেন বলিউডের 'শাহেনশা' ৷ মঙ্গলবার অমিতাভ বচ্চনের 'গোল্ডেন টিকিট' হাতে তুলে দেন বিসিসিআই সচিব জয় শাহ ৷

Etv Bharat
বিগ বি'র হাতে গোল্ডেন টিকিট

হায়দরাবাদ, 5 সেপ্টেম্বর: কখনও খেলার ময়দানে বসে আবার কখনও টেলিভিশনের পাশে বসে ক্রিকেট বা ফুটবলের প্রতি ভালোবাসা ব্যক্ত করেছেন বলিউডের শাহেনশা ৷ এবার মাঠে বসে বিশ্বকাপ দেখার জন্য অমিতাভ বচ্চনকে 'গোল্ডেন টিকিট' উপহার দিল বিসিসিআই ৷ ভারতের যে কোনও স্টেডিয়ামে এবার এক টিকিটেই খেলা দেখতে পারবেন 'বিগ বি' ৷ মঙ্গলবার তাঁর হাতে এই টিকিট তুলে নেন বোর্ড সচিব জয় শাহ ৷

বিসিসিআই-এর তরফে মঙ্গলবার এক্স (টুইট) সেই ছবি পোস্ট করা হয় ৷ যেখানে বলা হয়েছে, "গোল্ডেন টিকিট, গোল্ডেন আইকনের জন্য ৷ বিসিসিআই সচিব জয় শাহ 'সুপারস্টার অফ মিলেনিয়াম' অমিতাভ বচ্চনের হাতে তুলে দেন গোল্ডেন টিকিট ৷ লেজেন্ডারি এই অভিনেতা ক্রিকেট খুব ভালোবাসেন ৷ টিম ইন্ডিয়াকে সবসময় সাপোর্ট করেন ৷ তাই এই ওয়ার্ল্ড কাপে তাঁকে আমাদের সঙ্গে যুক্ত করতে পেরে খুবই সম্মানিতবোধ করছি ৷"

5 অক্টোবর থেকে শুরু হচ্ছে বাইশ গজে বিশ্বযুদ্ধ ৷ আর্থাৎ আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023 ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ৷ বিশ্বকাপের ফাইনালও শেষ হবে এই মাঠেই 19 নভেম্বর ৷ তার আগে শাহেনশাহ হাতে তুলে দেওয়া হয়েছে এই গোল্ডেন টিকিট ৷ এই ওয়ার্ল্ড কাপের বিভিন্ন ম্যাচে টিকিটেই এন্ট্রি ফি যেমন লাগবে না ৷ তেমনই গ্যালারি বসে একাধিক লাক্সারিয়াস সুবিধা উপভোগ করতে পারবেন শাহেনশা ৷

এদিনই বিশ্বকাপের জন্য 15 জনের ভারতীয় দল ঘোষণা করা হয় ৷ ঘরের মাটিতে বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্বে দেবেন রোহিত শর্মা ৷ তাঁর ডেপুটি হার্দিক পান্ডিয়া ৷ বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলবে 8 অক্টোবর চিপকে ৷ প্রতিপক্ষ অষ্ট্রেলিয়া ৷ বিশ্বকাপের চৃড়ান্ত দলে জায়গা পেয়েছেন রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল কুমার, জশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ ৷

ABOUT THE AUTHOR

...view details