পশ্চিমবঙ্গ

west bengal

Sania to Guide RCB Girls: আরসিবি উইমেনসের মেন্টর হলেন সানিয়া মির্জা

By

Published : Feb 15, 2023, 12:41 PM IST

Updated : Feb 15, 2023, 1:09 PM IST

আরসিবি উইমেনস দলের মেন্টর করা হল সানিয়া মির্জাকে (Sania to Guide RCB Girls) ৷ এদিন আরসিবি ফ্র্যাঞ্চাইজির তরফে একথা ঘোষণা করা হয়েছে ৷ সানিয়ার একটি সাক্ষাৎকারও আরসিবি-র তরফে সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ৷

Sania Mirza to Mentor RCB Women's ETV BHARAT
Sania Mirza to Mentor RCB Women's

বেঙ্গালুরু, 15 ফেব্রুয়ারি: ফের একবার ক্রিকেট এবং টেনিসের মেলবন্ধন ৷ এবার মঞ্চ উইমেনস প্রিমিয়র লিগ ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উইমেনস টিমের মেন্টর হলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza to Mentor RCB Women's Team in WPL) ৷ আজ সকালে এই চমক নিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজি ৷ যেখানে বলা হয়েছে, দলের কোচিং স্টাফরা ক্রিকেট সামলাবেন ৷ কিন্তু, সানিয়া মির্জা ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে কাজ করবেন ৷ টিম বন্ডিং এবং মাঠের ভিতরের ও বাইরের চাপ কীভাবে সামলাতে হবে ? সেই গুরুমন্ত্র দেবেন টেনিস সুন্দরী ৷

এদিন আরসিবির সোশাল মিডিয়ায় তাদের মার্চেন্ডাইজ পরা সানিয়ার একটি ছবি পোস্ট করা হয় ৷ তাঁর নিচে লেখা, 'সানিয়া মির্জা- আরসিবি উইমেনস টিম' ৷ সেই সঙ্গে একটি বিবৃতিও প্রকাশ করেছে আরসিবি ফ্র্যাঞ্চাইজি ৷ সেখানে বলা হয়েছে,"কোচিং স্টাফরা ক্রিকেট এবং সেই সংক্রান্ত বিষয়গুলি সামলে নেবেন ৷ কীভাবে চাপের মুহূর্তে নিজেদের সেরাটা দিতে হয়, তাঁর থেকে ভালো অন্য কেউ আমাদের ক্রিকেটারদের শেখাতে পারবেন ৷ আসুন আমাদের সঙ্গে স্বাগত জানান মহিলা দলের মেন্টরকে ৷ একজন চ্যাম্পিয়ন ক্রীড়াবিদ এবং ট্রেলব্লেজার ! নমস্কারা, সানিয়া মির্জা !"

আরসিবির মেন্টর হয়ে সানিয়া নিজেও খুব খুশি ৷ আরসিবিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় টেনিস তারকা জানিয়েছেন, প্রথমে তিনিও অবাক হয়েছিলেন ৷ তবে, তাঁর কাজ কী হবে, তা স্পষ্ট করে দিয়েছেন সানিয়া ৷ জানিয়েছেন, দীর্ঘ 20 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিনিও একাধিকবার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ৷ সেই জায়গায় কীভাবে নিজেদের তুলে ধরতে হবে, সেটাই তিনি আরসিবি-র ক্রিকেটারদের শেখাবেন ৷ পাশাপাশি, তাঁর উদ্দেশ্য প্রতিটি মেয়েকে এটা বোঝানো যে, স্পোর্টস তাঁ তাঁদের প্রথম কেরিয়ার অপশন হতে পারে ৷

আরও পড়ুন:মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে রোহিতদের সাফল্যকে ছুুঁতে চান হরমনপ্রীত

তিনি জানিয়েছেন, প্রত্যেক ক্রীড়াবিদের ক্ষেত্রে মাঠে হোক বা মাঠের বাইরে চাপ সমান হয় ৷ সেটা ক্রিকেট বা টেনিস বলে আলাদা নয় ৷ চাপ সবার ক্ষেত্রে থাকে ৷ আর সেটাকে উপভোগ করতে হবে ৷ খেলায় চাপ থাকা একজন ক্রীড়াবিদের কাছে আর্শীবাদ ৷ আর সেটাকে উপভোগ করতে না-পারলেই সমস্যা তৈরি হবে ৷ সানিয়া বিশ্বাস করেন, আইপিএল পুরুষদের ক্রিকেটে যে বিবর্তন এনেছে ৷ উইমেনস প্রিমিয়র লিগ সেই কাজটাই করবে ৷

ডব্লিউপিএল-এ প্রথমবার একাধিক দেশের ক্রিকেটাররা একটি দলের হয়ে খেলবেন ৷ আরসিবি-র ক্ষেত্রেও বিষয়টি এক ৷ সেখানে টিম বন্ডিং এবং খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া একটি ম্যাচ জেতার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নেয় ৷ সেই কাজটাই করতে হবে সানিয়াকে ৷ এ নিয়ে ভারতীয় টেনিস তারকা বলেন, "সবাই সবার বন্ধু হবে এমনটা কখনই সম্ভব নয় ৷ কিন্তু, টিম স্পোর্টসে সকলের লক্ষ্য এক হওয়া দরকার ৷ সকলকে মনে রাখতে হবে তাঁরা কিসের জন্য মিলিত হয়েছেন ৷ সেটাই টিম বন্ডিং এবং খেলোয়াড়দের বোঝাপড়া তৈরির জন্য প্রয়োজন ৷"

Last Updated :Feb 15, 2023, 1:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details