পশ্চিমবঙ্গ

west bengal

সচিন ও লারা আমার সময়ে সেরা ব্য়াটসম্য়ান : শেন ওয়ার্ন

By

Published : Nov 11, 2020, 6:01 PM IST

তবে, শুধুই প্রশংসা করে থামেননি প্রাক্তন অজ়ি লেগ স্পিনার ৷ সেখানে তাঁর এবং সচিন ও লারাকে তাঁদের অনুগামীরা আবারও মাঠের লড়াইয়ে একসঙ্গে দেখতে পছন্দ করবেন কি না? সেই প্রশ্নও করেন শেন ৷ ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে সচিন ও লারার ছবি দিয়ে ওয়ার্ন লেখেন...

Sachin-tendulkar-Brian-lara-easily-best-two-batsmen-ive-played-with-or-against-Shane-warne
সচিন ও লারা আমার সময়ে সেরা ব্য়াটসম্য়ান : শেন ওয়ার্ন

দিল্লি, 11 নভেম্বর : সচিন তেন্ডুলকর এবং ব্রায়ান লারার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন ৷ নিজের ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে এনিয়ে একটি ছবি পোস্ট করে ওয়ার্ন বলেন, নিজের লম্বা ক্রিকেট কেরিয়ারে তাঁর দেখা সেরা দুই ব্য়াটসম্য়ান হলেন সচিন ও লারা ৷ যাঁদের সঙ্গে বা বিপক্ষে তিনি খেলেছেন ৷

তবে, শুধুই প্রশংসা করে থামেননি প্রাক্তন অজ়ি লেগ স্পিনার ৷ সেখানে তাঁর এবং সচিন ও লারাকে তাঁদের অনুগামীরা আবারও মাঠের লড়াইয়ে একসঙ্গে দেখতে পছন্দ করবেন কি না? সেই প্রশ্নও করেন শেন ৷ ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে সচিন ও লারার ছবি দিয়ে ওয়ার্ন লেখেন, ‘‘এই দুই ব্য়ক্তি সচিন তেন্ডুলকর এবং ব্রায়ান লারা স্পষ্টত এবং খুব সহজভাবে সেরা দুই ব্য়াটসম্য়ান, যাঁদের সঙ্গে এবং বিরুদ্ধে আমি আমার লম্বা ক্রিকেট কেরিয়ার শেয়ার করেছি ৷ আপনারা কি আমাদের তিনজনকে আবারও একসঙ্গে মাঠের লড়াইয়ে দেখতে পছন্দ করবেন?’’ সচিন তাঁর ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন 1989 সালে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র 16 বছর বয়সে ৷ সুদীর্ঘ ক্রিকেট কেরিয়ারে তিনি ভারতের হয়ে 200টি টেস্ট এবং ওয়ান’ডে ও টেস্ট মিলিয়ে 100টি শতরান করেছেন ৷ অন্য়দিকে, ব্রায়ান লারার ক্রিকেট কেরিয়ারে রয়েছে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ 400 রানের রেকর্ড ৷ যা এখনও পর্যন্ত কোনও ক্রিকেটারের পক্ষে স্পর্শ করা সম্ভব হয়নি ৷ বাঁ হাতি এই ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটার মোট 131 টি টেস্ট এবং 299টি ওয়ান‘ডে ম্য়াচ খেলেছেন ৷

পাশাপাশি শেন ওয়ার্ন বিশ্বের সেই সব সেরা বোলারদের মধ্য়ে একজন যাঁর দখলে টেস্টে দ্বিতীয় সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ৷ অস্ট্রেলিয়ার হয়ে 145 টেস্টে মোট 708টি উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন ৷ 194 টি ওয়ান’ডে ম্য়াচ খেলে মোট 293 উইকেটও নিজের নামে করেছেন প্রাক্তন এই অজ়ি লেগ স্পিনার ৷

ABOUT THE AUTHOR

...view details