পশ্চিমবঙ্গ

west bengal

Jhulan Goswami Farewell Match: ঝুলনের শেষ ম্যাচে আবেগপ্রবণ সতীর্থরা, চোখে জল হরমনপ্রীতের

By

Published : Sep 24, 2022, 7:02 PM IST

Updated : Sep 24, 2022, 7:43 PM IST

Harmanpreet Kaur Gets Emotional in Julan Goswami Farewell Match
Harmanpreet Kaur Gets Emotional in Julan Goswami Farewell Match ()

ঝুলন গোস্বামীর শেষ আন্তর্জাতিক ম্যাচে (Jhulan Goswami Farewell Match) কান্নায় ভাঙলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর ৷ ঝুলনকে জড়িয়ে ধরেই কাঁদতে দেখা গেল তাঁকে (Harmanpreet Kaur Gets Emotional) ৷ বিদায়ী ম্যাচে চাকদা এক্সপ্রেসকে টস করতে পাঠিয়ে সম্মানও জানালেন হরমনপ্রীত ৷

লন্ডন, 24 সেপ্টেম্বর: 12 ঘণ্টা আগে লন্ডনের O2 এরিনায় চোখের জলে টেনিসকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার ৷ আর তাঁর অবসরে আবেগপ্রবণ দেখিয়েছে বন্ধু রাফায়েল নাদালকে ৷ কয়েকঘণ্টার ব্যবধানে একই দৃশ্য লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ৷ দীর্ঘ 20 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami Farewell Match) ৷ সেখানেও সতীর্থের অবসরে আবেগে ভাসলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur Gets Emotional) ৷ তাই দুই ভিন্ন খেলার, দুই কিংবদন্তিকে তাঁদের অবসরের মুহূর্ত কোথাও যেন এক সুতোয় গেঁথে দিল ৷

এ দিন ম্যাচের আগে ঝুলনকে দলের তরফে সম্মানিত করা হয় ৷ সেখানেই হাডেল টকে আবেগপ্রবণ হরমনপ্রীতকে দেখা গেল ঝুলনে জড়িয়ে ধরে কাঁদতে ৷ আরও একটি সুন্দর মুহূর্ত এ দিন ঝুলনকে উপহার দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর ৷ টসের সময় ইংল্যান্ডের অধিনায়ক অ্যামি জোন্সের সঙ্গে পিচের পাশে দেখা যায় ঝুলনকে ৷ জোন্সের তোলা কয়েনে কল করেন ঝুলন ৷ পাশে অবশ্য হরমনপ্রীত দাঁড়িয়ে ছিলেন ৷ যদিও, ভারত এ দিন টস হেরে আগে ব্যাটিং করছে ৷

টস শেষে মাইকেল আর্থটন ঝুলনের সাক্ষাৎকার নেন, সেখানে চাকদা এক্সপ্রেসের কাছে তাঁর অনুভূতি জানতে চান সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক ৷ কিন্তু, ঝুলনের জবাব, ‘‘এখন কোনও আবেগ নয় ৷ মাঠে নেমে ম্যাচে মনোনিবেশ করাই প্রধান লক্ষ্য ৷’’ 20 বছর আগে অভিষেক করা ঝুলনকেই যেন ফের দেখা গেল, কেরিয়ারের শেষ ম্যাচে ৷ এখানে তাঁর আবেগপ্রবণ হওয়ার সম্পূর্ণ সুযোগ এবং মঞ্চ দুই ছিল ৷ কিন্তু না, খেলার মাঠকে তুমি যতক্ষণ না বিদায় জানাচ্ছ, তোমার মধ্যেকার খেলোয়াড়, তোমাকে আবেগে ভাষার অনুমতি দেয় না ৷ সেই বার্তাটাই ফের একবার দিলেন চাকদা এক্সপ্রেস ৷

আরও পড়ুন:দাদার শুরু-দিদির শেষ, বাঙালির ক্রিকেট রোমান্সের সাক্ষী লর্ডস

তবে, অধিনায়ক হরমপ্রীত এবং দলের বাকি সতীর্থদের আবেগের মর্যাদা দিয়ে ঝুলন বলেন, ‘‘এতগুলো বছর আমরা একসঙ্গে খেলেছি ৷ কঠিন সময় হোক বা সুখের ৷ আমরা একসঙ্গে লড়াই করেছি ৷ একসঙ্গে সেলিব্রেট করেছি ৷ কঠিন সময় বড় দিদির মতো ওদের পাশে থেকেছি ৷ সেই আবেগটাই বেরিয়ে এসেছে ওদের মধ্যে ৷ তবে, একটা ভালো বিষয় সেটা ম্যাচের আগেই হয়ে গেল ৷ নয় তো এর প্রভাব ম্যাচেও পড়তে পারত ৷’’ এবং আরও একবার সেই খেলোয়াড় সুলভ মানসিকতা ৷ যতক্ষণ না তুমি অবসর নিচ্ছ, ততক্ষণ তুমি একজন পেশাদার ক্রিকেটার ৷ আর শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে নিজের সেরাটা দিয়ে যেতে হবে ৷

আরও পড়ুন:বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ ফেডেরার, চোখে জল বন্ধু নাদালের

এ দিন কোথাও যেন সৌরভ এবং ঝুলন আবারও একসারিতে চলে এলেন ৷ যেখানে 2008 সালে নাগপুরের মাঠে বিদায়ী ম্যাচে শেষের একটা ওভারে অধিনায়কত্বের দায়িত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ এ দিন ঝুলনকে সেই সম্মানটাই টস করতে পাঠিয়ে দিলেন হরমনপ্রীত ৷ কাকতালিয়ভাবে 2008 সালে নাগপুরের মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর (যদিও সেই সময় টেস্ট ক্রিকেটে জার্সিতে নম্বর লেখা থাকত না) এবং লর্ডসের মাঠের হরমনপ্রীত কৌরের জার্সি নম্বর একই ৷ নম্বর ‘7’ ৷

Last Updated :Sep 24, 2022, 7:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details