পশ্চিমবঙ্গ

west bengal

সাধের ছবি শেয়ার করলেন কনীনিকা

By

Published : May 22, 2019, 9:38 AM IST

জন্মদিনের সঙ্গে সাধ পালন। ছবি শেয়ার করলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্য়ায়।

কলকাতা : মা হচ্ছেন কনীনিকা। প্রায় কয়েকমাস ধরেই খবরটা শোনা যাচ্ছিল। এর জন্য 'অন্দরমহল' ধারাবাহিকটাও তড়িঘড়ি অফ এয়ার হয়। যদিও সেই সময় অভিনেত্রীর মুখে অন্য কথা শোনা গেছিল। তবে পৃথা চক্রবর্তী পরিচালিত 'মুখার্জিদার বউ' ছবির প্রচারে নিজের মা হওয়ার কথা জানিয়েছিলেন।

সম্প্রতি হয়ে গেল কনীনিকার সাধ। শেয়ার করলেন সেই ছবি। গোলাপী রঙের চুড়িদারে নিজের বেবি বাম্প নিয়ে পোজ় দিয়েছেন কনীনিকা।

অবশ্য় কনীনিকা প্রথমে সাধের জন্য রাজি ছিলেন না। রীতিমতো তাঁকে রাজি করিয়েছেন তাঁর বন্ধুরা।

শুধু সাধ নয়, কনীনিকা সম্প্রতি নিজের জন্মদিনও সেলিব্রেট করেছেন বন্ধুদের সঙ্গে।

ফোটো সৌজন্য কনীনিকা বন্দ্য়োপাধ্য়ায় ফেসবুক

কনীনিকা অভিনীত 'মুখার্জিদার বউ' হিট। গতসপ্তাহে শিবপ্রসাদ-পাওলি অভিনীত 'কণ্ঠ' মুক্তি পেয়েছে। এই ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে।

Intro:Body:

 


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details