পশ্চিমবঙ্গ

west bengal

একটি তারার খোঁজে শিলাদিত্য

By

Published : Apr 28, 2020, 9:44 PM IST

এই লকডাউন একটু অন্যভাবে ধরা পড়ল পরিচালক শিলাদিত্য মৌলিকের ভাবনায় । একাকী মানুষের মনকে তিনি ছুঁয়ে দেখার চেষ্টা করলেন তাঁর ডিজিটালি পরিচালিত শর্টফিল্ম 'একটি তারা'র মাধ্যমে । ছবি নিয়ে শিলাদিত্য খোলা মনে গল্প জুড়লেন ETV ভারত সিতারার সঙ্গে ।

শিলাদিত্য মৌলিকের ছবি
শিলাদিত্য মৌলিকের ছবি

কলকাতা : শিলাদিত্যর 'একটি তারা'-এ অভিনয় করেছেন পায়েল সরকার এবং নতুন অভিনেতা শুভ্র এস. দাস, যাঁকে দর্শক দেখেছেন রঞ্জন ঘোষের 'আহারে' ছবিতেও । এখানে পায়েল সরকারের চরিত্রটি তাঁর নিজেরই, অর্থাৎ তিনি নায়িকা পায়েল সরকার হয়েই কাজ করেছেন । একজন ব্যস্ত অভিনেত্রী ও তাঁর ফ্যানের টেলিফোনিক কথোপকথন হয় ভিডিয়োকলের মাধ্যমে । কেননা কোরোনায় পৃথিবীর মানবজাতি ধ্বংস হয়েছে, বেঁচে আছে কেবল এই দু'জন । মানুষ হিসেবে এঁদের কাছে একে অন্যের সঙ্গে কথা বলা ছাড়া আর কোনও উপায় নেই । এই ধরনের সঙ্কটময় পরিণতির কথা কল্পনায় স্থান পেয়েছে পরিচালকের ।

ছবির বিষয় শিলাদিত্য বললেন, "একটি তারা-র প্রেক্ষাপট এই লকডাউন । বেশিরভাগ মানুষ সর্তকতাভিত্তিক ছবি বানাচ্ছে । আমি ভাবলাম তা করব না । তবে লকডাউনকে প্রেক্ষাপটে রেখেই ছবি বানাচ্ছি । এই সময় মানুষের মনে কী হচ্ছে, তাই নিয়ে একটা গল্প তৈরি করেছি ।"

পায়েল

এই ধরনের একটা বিষয় কতখানি চ্যালেঞ্জিং ছিল শিলাদিত্যর কাছে ? বললেন, "আমি স্ক্রিপ্ট লিখে অভিনেতাদের পাঠিয়েছি । ওদের সঙ্গে ভিডিয়ো কলে ওয়ার্কশপ করেছি । কেননা, এখানে অত ইম্প্রভাইজ় করে কাজ করা যাবে না । দুজনেই দুজনের রিঅ্যাকশনগুলো বুঝতে পারবে না । তাছাড়া, ওঁদের বোঝা দরকার ছিল, আমি কেমন ভাবছি । তারপরের বিষয়টা আরও চ্যালেঞ্জিং ছিল, কারণ ওঁদেরই সেটা শুট করতে হয়েছে বাড়িতে বসে ।

তিনি আরও বললেন, "বিষয়টা খুব এক্সাইটিং বলে ওঁরা আনন্দের সঙ্গে কাজ করল । এখানে ওঁদের একটা স্বাধীনতা ছিল, আবার বিষয়টা খুব চ্যালেঞ্জিংও ছিল । আমার অভিনেতারা প্র্যাকটিস করে শুট করেছে ।"

শুভ্র

ছবি নিয়ে কথা বলতে বলতে শিলাদিত্য বললেন তিনি আসলে ঠিক কোন বিষয়টিকে ছবিতে তুলে ধরতে চেয়েছেন.."মানুষ যদি অনেকদিন একা থাকে, তার মধ্যে মানসিকভাবে অনেক পরিবর্তন আসে । এখন তো আমাদের ঘরবন্দী রাখা হয়েছে । নাহলে কিন্তু কেউ এটা কোনওদিন উপলব্ধি করত না । এই পরিস্থিতি যেন জেলে থাকার সমান । পৃথিবীটা হঠাৎ করে ছোটো হয়ে গেছে, তাতে মানসিক অনেক বিকৃতি হতে পারে । সেই পরিস্থিতির সঙ্গে আমরা লড়াই করতে পারি কিনা সেটাই খোঁজার চেষ্টা করেছি আমি ।"

আরও একটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছেন শিলাদিত্য । বললেন, "যে বিষয়গুলোর কোনও মূল্য ছিল না আমাদের কাছে, তার মূল্য হঠাৎ বেড়ে গেছে । ছোটোবেলার হারিয়ে যাওয়া বন্ধুকেও আজ মনে পড়ছে । মানুষের মননে মনুষ্যত্বের গুরুত্ব বেড়েছে ।"

.

শিলাদিত্যর 'একটি তারা'-র প্রযোজনা করেছে টিভিওয়ালা মিডিয়া । এই সপ্তাহের শেষে তাদের ইউটিউব চ্যানেলে আসতে চলেছে এই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details