পশ্চিমবঙ্গ

west bengal

Jhara Palak: কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ঝরা পালক

By

Published : Dec 24, 2021, 4:07 PM IST

Sayantan Mukherjees Jhara Palak likely to be screened at Kolkata International Film Festival
কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ঝরা পালক

আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের (Sayantan Mukherjee) ছবি ‘ঝরা পালক’ প্রদর্শিত হবে ।

কলকাতা, 24 ডিসেম্বর: ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের (Sayantan Mukherjee) ছবি 'ঝরা পালক' (Jhara Palak)। 25 ডিসেম্বর, বড়দিনে ছবি মুক্তির কথা ঘোষণা করবেন পরিচালক । ওইদিনই মুক্তি পাবে ছবির ট্রেলার । জানা গিয়েছে, আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) প্রদর্শিত হবে ‘ঝরা পালক’।

এই ছবির কেন্দ্রে কবি জীবনানন্দ দাশ । কবির জীবনগাথা নিয়েই ছবির প্রেক্ষাপট । দুই বয়সের কবির চরিত্রে আছেন মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। কবির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে । এ ছাড়াও, অন্যান্য চরিত্রে রয়েছেন দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, সুপ্রিয় দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ।

আরও পড়ুন:Sushmita Sen love life : রোহমানই প্রথম নন, অতীতে বহুবার হৃদয় ভেঙেছে প্রাক্তন বিশ্বসুন্দরীর

2017 সালের নভেম্বরে শুটিং শুরু হয় এই ছবির । নানা কারণে পিছিয়েছে ছবির মুক্তি । এর পরেই করোনার হানা । ফলে ছবির মুক্তি পিছয় আরও । অবশেষে 2022-এর ফেব্রুয়ারিতে ছবির মুক্তির সম্ভাবনা বলে জানা গিয়েছে ।

এই ছবিতে দুই বয়সের কবির পত্নীরূপেই পাওয়া যাবে জয়া আহসানকে । 25 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার । ওইদিনই ছবি নিয়ে বিস্তারিত জানাবেন পরিচালক ৷ 'আভা ফিল্ম প্রোডাকশন্স'-এর ব্যানারে এই ছবির প্রযোজনায় রয়েছেন পবন কানোড়িয়া । তাঁর লেখা একটি বইও মুক্তি পাবে ওইদিন ।

আরও পড়ুন:Bengali film Kuler Achar: 5 বছর পর ফের বড় পর্দায় ইন্দ্রাণী, বিক্রমের নতুন জুটি মধুমিতা

ABOUT THE AUTHOR

...view details