পশ্চিমবঙ্গ

west bengal

ওবামার পছন্দের তালিকায় এক ভারতীয়র লেখা গান

By

Published : Dec 31, 2019, 12:54 PM IST

গোটা একটা বছর ধরে অনেক গান শোনেন বারাক ওবামা । বছর শেষে নিজের পছন্দের গানের তালিকায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন । এবছরও করেছেন । আর সেই তালিকায় রয়েছে এক ভারতীয় মিউজ়িশিয়ানের গান ।

dfg
gf

মুম্বই : গান শুনতে খুবই ভালোবাসেন অ্যামেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা । গোটা বছরে অনেক গানই শোনেন তিনি । আর বছর শেষে তাঁর পছন্দের গানগুলিকে নিয়ে একটি তালিকা প্রকাশ করেন । এবারও তার অন্যথা হয়নি । গতকালই সেই তালিকা প্রকাশ করেছেন তিনি । আর এবার সেই তালিকায় রয়েছেন এক ভারতীয় মিউজ়িশিয়ান প্রতীক কুহাদ । এছাড়াও একাধিক গান রয়েছে ওই তালিকায় ।

তবে শুধু গানই নয়, বই থেকে শুরু করে সিনেমা সব কিছুরই তালিকা প্রকাশ করেন ওবামা । এবছরও 2019-এ তাঁর পছন্দের বই ও সিনেমার ভিন্ন তালিকায় প্রকাশ করেছেন তিনি । গানের তালিকা প্রকাশ করে তিনি লেখেন, "এটা আমার এ বছরের পছন্দের গানের তালিকা ।" আর সেই তালিকায় ছিল প্রতীক কুহাদের 'কোল্ড/মেস' গানটি ।

এদিকে ওবামার তালিকা দেখে আনন্দে ফেটে পড়েন প্রতীক কুহাদ । টুইট করে তিনি লেখেন, "আমার মনে হয় না রাতে ঘুমাতে পারব । বুঝতে পারছি না এই গান কীভাবে ওনার কাছে পৌঁছল ।" বারাক ওবামাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ।

ওই গানটি লিখেছেন ও কম্পোজ় করেছেন কুহাদ নিজেই । গানের ভিডিয়োতে অভিনয় করেছেন জিম সারভ ও জ়োয়া হুসেন ।

ওবামার ওই তালিকায় রয়েছে লিজ়ো, ফ্যাঙ্ক ওসন ও সোলাঞ্জের মতো তারকাদের গান ।

Intro:Body:Conclusion:

ABOUT THE AUTHOR

...view details