পশ্চিমবঙ্গ

west bengal

পার্নো নয়, 'উড়োজাহাজ' করার কথা ছিল পাওলির, জানালেন প্রিমিয়ারে

By

Published : Dec 14, 2019, 1:50 PM IST

মুক্তি পেল বুদ্ধদেব দাশগুপ্তের ছবি 'উড়োজাহাজ'। ছবিতে না থাকলেও প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পাওলি দাম।

Urojahaj Paoli Dam
Urojahaj Paoli Dam

কলকাতা : বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত হওয়ার পর অবশেষে কলকাতার দর্শকের জন্য মুক্তি পেল 'উড়োজাহাজ'। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত স্বয়ং এবং পাওলি দাম। পুরুলিয়ায় অন্যকাজে ব্যস্ত থাকায় প্রিমিয়ারে অনুপস্থিত ছিলেন ছবির নায়িকা পার্নো মিত্র। আসতে পারেননি ছবির নায়ক চন্দন রায় সান্যালও।

পাওলি বললেন, "বুদ্ধদার ছবি দেখার জন্য মুখিয়ে থাকি। এই ছবিটার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম। দুর্ভাগ্যবশত এই ছবিটায় আমার অভিনয় করা হয়নি, একটা অন্য কারণে। আমি খুব মিস করেছি সেই সুযোগটাকে। আর বুদ্ধদা এমন একটা প্রতিষ্ঠান, যাঁর থেকে অনেক কিছু শেখা যায়।"

প্রিমিয়ারে...

এই ছবিতে অভিনয়ের জন্য বুদ্ধদেব দাশগুপ্ত এমন একটা মুখ খুঁজছিলেন, যাঁর মধ্যে একটা গ্রাম্য বুদ্ধিদীপ্ত লুক ফুটে উঠবে। পার্নোর মধ্যে সেই লুকটা তিনি পেয়েছিলেন। এখন জানা গেল যে, প্রথম অ্যাপ্রোচটা তিনি পাওলিকেই করেছিলেন, যিনি এর আগে বুদ্ধদেবের সঙ্গে 'টোপ' ছবিতে অভিনয় করেছেন।

আর পরিচালক নিজে কী বললেন এই ছবি নিয়ে? দেখে নিন ভিডিয়োতে...

দেখে নিন ভিডিয়ো...
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হওয়ার পর অবশেষে কলকাতার দর্শকদের জন্য মুক্তি পেল পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ছবি উড়োজাহাজ। ছবির গল্প এক মোটর মেকানিক ও তার স্বপ্ন সার্থক করাকে কেন্দ্র করে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন চন্দন রায় সান্যাল এবং পার্নো মিত্র। একটা সময় ছিল যখন দর্শকরা চিন্তিত করেছিল যে ছবির কাজ শেষ করা যাবে কিনা কারণ ছবি চলাকালীনই পরিচালক দাসগুপ্ত মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন তারপর দীর্ঘদিন তিনি বিশ্রামে ছিলেন তবে এই বিষয়ে থাকাকালেও তিনি ধীরে ধীরে একটু একটু করে কাজ চালিয়ে যেতে থাকেন। আর শতাধিক শারীরিক প্রতিকূলতার মধ্যেও গতকাল ছবির প্রিমিয়ার উপলক্ষে উপস্থিত ছিলেন সাবেক পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী পাওলি দাম। অভিনেতা চন্দন রায় সান্যাল তার অন্য ছবির কাজে ব্যস্ত থাকায় আসতে পারেনি এবং পার্নো মিত্র প্রায় 10 বছর পর বাংলা ধারাবাহিকে প্রত্যাবর্তনের জন্য শুটিংয়ের কাজে পুরুলিয়াতে ব্যস্ত ছিলেন।


Body:বুদ্ধদেব দাশগুপ্তের পরিচালনায় উড়োজাহাজ দেখতে আসা প্রসঙ্গে অভিনেত্রী পাওলি দাম জানালেন, "বুদ্ধ দার ছবি দেখার জন্য আমি সব সময় মুখিয়ে থাকি, যে কবে আসবে কবে আমি দেখতে পাবো। এই ছবিটার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম।দুর্ভাগ্যবশত এই ছবিতে আমার কাজ করা হয়নি। আজ আমার খুবই আফসোস হয় এই ছবিতে অভিনয় না করতে পারার জন্য। আর বুদ্ধ দা নিজেই একটা প্রতিষ্ঠান, যার সঙ্গে কাজ করতে এবং জানতেই সব সময় ইচ্ছা করে। ছবিটা আজ মুক্তি পেয়েছে এবং আমি ছবিটা দেখতে চাই কারণ, আমার পছন্দের দুই অভিনেতা এখানে কাজ করেছেন একজন চন্দন রায় সান্যাল এবং অন্যজন পার্নো মিত্র"।

ছবি মুক্তি প্রসঙ্গে পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত জানালেন," আজকে খুবই আনন্দের দিন কারণ, ছবিটা আজ কলকাতায় দেখানো হচ্ছে। তবে এই ছবিটি যার জন্য আমি করতে পেরেছি তিনি হচ্ছেন এ্যামি ঘোষ। তাকে বাদ দিয়ে এই ছবির কিছুই নয়। আজকে তিনি বলতে পারবেন যে ছবিটা কেমন হয়েছে"।


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details