পশ্চিমবঙ্গ

west bengal

Jhalagan Palagan Trailer Releases : ওয়েবে এবার অন্য স্বাদ, কবির লড়াই নিয়ে আসছে ঝালাগান পালাগান

By

Published : Jan 8, 2022, 12:04 PM IST

প্রদীপ্ত ভট্টাচার্য নির্মিত ওয়েব সিরিজ 'ঝালাগান পালাগান'-এর ট্রেলার সামনে এল অবশেষে ৷ কবির লড়াই, পালাগান সব মিলিয়ে পুরোনো ঐতিহ্যকে নতুন করে তুলে আনতে চলছে এই ছবি (Trailer of new web series Jhalagan Palagan releases) ৷

This time the poet fights on the web
ওয়েবে এবার কবির লড়াই

কলকাতা, 8 জানুয়ারি :মুক্তি পেল প্রদীপ্ত ভট্টাচার্য নির্মিত ওয়েব সিরিজ 'ঝালাগান পালাগান'-এর ট্রেলার (Trailer of new web series Jhalagan Palagan releases)। মোট পাঁচটি পর্বে দর্শকের সামনে আসতে চলেছে এই সিরিজ । সিরিজের মূল রসদ ঐতিহ্যবাহী 'কবির লড়াই' । যা ফের তুলে আনবে বাংলার চিরস্থায়ী কিছু বিতর্ককে । কবিগান, তরজা গান ছিল পুরোনো কলকাতার প্রাণ । গ্রাম বাংলায় আজও অনেকক্ষেত্রে কবিগান পরিবেশিত হয় ঠিকই, তবে তার জনপ্রিয়তা এবং জৌলুস এখন অনেকটাই কমে গিয়েছে ৷

'ঝালাগান পালাগান' শুট করা হয়েছে তেহট্টের অন্দরে । এই সিরিজে র‌্যাপ, হার্ড রক, কীর্তন, আধুনিক গান, হিন্দি গান এবং বিভিন্ন ধরনের পালা গান থাকবে । আড্ডা আর তর্ক একে অপরের পরিপূরক । যেখানে আড্ডা সেখানেই তর্ক । সেই ধারণার ওপর ভিত্তি করেই 'ঝালাগান পালাগান'-এ উঠে আসবে বাঙাল বনাম ঘটি, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, উত্তম বনাম সৌমিত্র, শহর বনাম গ্রাম, সরকারি চাকরি বনাম কর্পোরেট চাকরি, নারী বনাম পুরুষ এমন নানা বিষয় । বিষয় মিলিয়ে পোশাকেও থাকবে দারুণ চমক । সিরিজে অভিনয় করতে দেখা যাবে সায়ন ঘোষ, বিশ্বাবসু বিশ্বাস, শ্রেয়া ভট্টাচার্য, শতাক্ষী নন্দী সহ আরও অনেককে ।

আরও পড়ুন :'কালারফুল' মদনের ওয়েবে পা, সেরে ফেললেন ডাবিং

সিরিজের নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্যের কথায়, "অভিনেতা ঋত্বিক আর আমি মিলে একটা প্রোডাকশন হাউস খুলেছি '১৮০ডিগ্রি'। অনেকদিন আগেই ভেবেছিলাম যে বাঙালির যে চিরন্তন আড্ডা এবং যে বিষয়গুলো নিয়ে বাঙালিরা ঝগড়া করতে ভালবাসে যেমন উত্তমকুমার শ্রেষ্ঠ নাকি সৌমিত্র? গ্রাম নাকি শহর বেশি ভাল? ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান সেরা? এরকম কিছু বিষয় নিয়ে কাজ করব । অবশেষে প্ল্যান করে ফেললাম । দীপাংশু আচার্য লিখলেন এবং সাত্যকি ব্যানার্জি গান পরিকল্পনা এবং সুর করলেন । 'ঝালাগান পালাগান'-এর ভাবনাটা আমারই, পরিচালনা করেছেন অরুণাভ মিত্র এবং নিলয় সমীরণ নন্দী । ক্যামেরা করেছেন জয়দীপ দে । 9 জানুয়ারি হাতে পাব ফলাফল । ওইদিনই আসছে 'ঝালাগান পালাগান'। স্ট্রিমিং হবে ওয়েব প্ল্যাটফর্ম 'উরিবাবা'তে ।"

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details