পশ্চিমবঙ্গ

west bengal

শিলাদিত্যর ছবিতে 'ছেলেধরা'-র চরিত্রে জয়া

By

Published : Sep 4, 2020, 2:32 PM IST

ছবিতে জয়া ছাড়াও অভিনয় করছেন অনুরাধা মুখোপাধ্যায় । শিলাদিত্যর 'সোয়েটার' ছবিতেও কাজ করেছিলেন অনুরাধা । সেখানে ইশার বোনের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । রয়েছেন প্রতীক বন্দ্যোপাধ্যায় এবং ঈশান মজুমদারও । তাঁরাও এর আগে শিলাদিত্যর সঙ্গে কাজ করেছেন 'হৃদপিণ্ড' ছবিতে ।

োে্
োে্

কলকাতা : 'সোয়েটার' ও 'হৃদপিণ্ড'-র পর পরিচালক শিলাদিত্য মৌলিক তৈরি করতে চলেছেন তাঁর পরবর্তী ছবি 'ছেলেধরা'। আর এই ছবিতেই শিলাদিত্যর সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন অভিনেত্রী জয়া এহসান ।

ছবিতে জয়া ছাড়াও অভিনয় করছেন অনুরাধা মুখোপাধ্যায় । শিলাদিত্যর 'সোয়েটার' ছবিতেও কাজ করেছিলেন অনুরাধা । সেখানে ইশার বোনের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । রয়েছেন প্রতীক বন্দ্যোপাধ্যায় এবং ঈশান মজুমদারও । তাঁরাও এর আগে শিলাদিত্যর সঙ্গে কাজ করেছেন 'হৃদপিণ্ড' ছবিতে ।

অনুরাধা মুখোপাধ্যায়

এই ছবি প্রসঙ্গে শিলাদিত্য ETV ভারতকে বলেন, "শৈশব ও শিশুকে বড় করে তোলা নিয়ে এই ছবি তৈরি করছি । রয়েছে অপহরণ ও মানুষ পাচারের গল্প । তবে শুধু অপরাধের গল্প নয়, অপহরণের সঙ্গে জড়িত মানুষের জীবন ও জীবনযাত্রার কথাও বলা হবে এই ছবিতে ।"

প্রতীক বন্দ্যোপাধ্যায়

এক মদ্যপ মায়ের কন্যা সন্তাককে অপহরণ করা হয় 'ছেলেধরা'-র গল্পে । যখন ঘটনাটি ঘটে সেই মা ওই অপহরণকারীর পুত্র সন্তানকে দেখতে পায় । এরপর অপহরণকারীর ছেলেকে পালটা অপহরণ করে ওই মদ্যপ মহিলা । এভাবেই এগোয় ছবির গল্প ।

ঈশান মজুমদার

এই ছবির সংগীতের দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য ।

ABOUT THE AUTHOR

...view details