পশ্চিমবঙ্গ

west bengal

হিটলার মাসিমাকে নাজেহাল করে মারল পাড়ার ছোকরারা

By

Published : Jul 19, 2019, 7:07 PM IST

Updated : Jul 19, 2019, 8:48 PM IST

আমাদের অনেকের কাছেই এই হিটলার মাসিমা বেশ পরিচিত। শুচিবাই এক বয়স্ক মহিলা, যার আপত্তি সিগারেট খাওয়ায়, দেরি করে বাড়ি ফেরায় অথবা খারাপ শব্দ ব্যবহার করে কথা বলায়। তবে সেই হিটলার মাসিমা হারিয়ে গেলে অন্তত একবার তাঁর কথা মনে পড়বেই আপনার।

মাসিমা হিটলার

কলকাতা : 'গোত্র' ছবির নতুন গান 'মাসিমা হিটলার' মুক্তি পেল। আমাদের সেই চেনা হিটলার মাসিমার প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাবে অনুসূয়া মজুমদারের মাধ্যমে। আর তাকে উত্যক্ত করে মারছে বিশ্বনাথ সহ পাড়ার অন্যান্য ছেলে ছোকরারা। আদ্যোপান্ত কমেডি ঘেঁষা এই গান আনন্দ দেওয়ার সঙ্গে সঙ্গে কাউকে হয়তো নস্ট্যালজিকও করে তুলতে পারে।

'মাসিমা হিটলার' গানটি গেয়েছেন বাবুল সুপ্রিয়। গানটির কথা ও সুর অনিন্দ্য চ্য়াটার্জির। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'গোত্র' ছবির এই নিয়ে তৃতীয় গান মুক্তি পেল। এর আগে 'নীল দিগন্তে' আর 'রঙ্গবতী' ইতিমধ্যেই ওয়েব দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে।

দেখে নিন 'মাসিমা হিটলার'-এর ঝলক...

Last Updated : Jul 19, 2019, 8:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details