পশ্চিমবঙ্গ

west bengal

অ্যান্টি টোব্যাকোর প্রচারে 'কণ্ঠ'

By

Published : May 1, 2019, 3:19 PM IST

মুক্তির আগেই 'কণ্ঠ'-র মালয়ালি রিমেক হতে চলেছে। ছবির নাম 'শব্দম'।

'কণ্ঠ'-র পোস্টার

অ্যান্টি টোব্যাকো প্রচার করছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি 'কণ্ঠ'। সেই কারণেই একটি বিমান সংস্থা এগিয়ে এসে হাত ধরল টিম 'কণ্ঠ'-র। এর আগে দেশি-বিদেশি কোনও ছবির সঙ্গে জড়ায়নি বিমান সংস্থা। যেহেতু 'কন্ঠ' ছবিতে সিগারেটের বা টোব্যাকোর অ্যান্টি ক্যাম্পেইন করা হচ্ছে, তাই এই সংস্থা এগিয়ে এসে হাত ধরেছে ছবির।


তাঁদের বক্তব্য, "কণ্ঠ ছবির বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ সচেতনতা গড়ে তোলার জন্য এরকম ছবি বারবার তৈরি করা উচিত।"

সেই সঙ্গে আগামী বেশ কয়েকদিন একটি রেডিয়ো চ্যানেলে রেডিয়ো জকির কাজ করবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অন্যদিকে ছবির মালয়ালি রিমেকও হবে বলে খবর। ছবি মুক্তির আগেই তার স্বত্ব কিনে নেওয়ার কথা চলছে। মালয়ালি ছবির নাম শব্দম।"

ছবির ট্রেলার ছবির গান ইতিমধ্যেই উৎসাহ আরও বাড়িয়েছে দর্শকদের মধ্যে। 10 মে মুক্তি পাচ্ছে 'কণ্ঠ'। এক রেডিয়ো জকির জীবন লড়াই নিয়ে গল্প। কীভাবে ক্যান্সারকে জয় করে মূল স্রোতে ফিরে আসে ১ রেডিও জকি তারই গল্প বলবে কণ্ঠ। ছবিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পাওলি দাম এবং জয়া আহসান। ছবিকে ঘিরে আশাবাদী নন্দিতা-শিবপ্রসাদ এবং গোটা টিম।

ABOUT THE AUTHOR

...view details