পশ্চিমবঙ্গ

west bengal

করোনার জেরে পিছিয়ে গেল বলিউডের একাধিক ছবির মুক্তি

By

Published : Apr 11, 2021, 10:21 AM IST

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পরতেই এলোমেলো হয়ে গিয়েছে বলিউডের ছবি মুক্তির দিন ৷ মহারাষ্ট্রে লকডাউনের জেরে বন্ধ প্রেক্ষাগৃহ গুলি ৷ আর এর কারনেই অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে যাচ্ছে বলিউড ছবিগুলির মুক্তির দিন ৷

'রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' এবং  'সূর্যবংশী'
'রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' এবং 'সূর্যবংশী'

হায়দরাবাদ, 11 এপ্রিল:2021 এর শুরু দিক থেকেই বলিউডে একের পর এক ছবি মুক্তি পাওয়ার খবর আসছিল ৷ কিছু ছবির শুটিং শুরুও হয়েছিল অনেক ছবির ৷ আবার কিছু শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ৷ কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পরতেই এলোমেলো হয়ে গিয়েছে সব কিছু ৷ করোনার জেরে আবার লকডাউন জারি হয়েছে মহারাষ্ট্রে ৷ ফলে বন্ধ প্রেক্ষাগৃহ গুলি ৷ আর এর কারণেই পিছিয়ে যাচ্ছে বলিউড ছবি গুলির মুক্তির দিন ৷

রোহিত শেট্টি পরিচালিত ছবি 'সূর্যবংশীর' মুক্তির দিন আগেই পিছিয়ে ছিল ৷ চলতি বছরের 30 এপ্রিল এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু লকডাউনের কারণে 30 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে মহারাষ্ট্রে প্রেক্ষাগৃহগুলি ৷ ফলে আবারও পিছিয়ে যাচ্ছে এই ছবি মুক্তির দিন ৷

প্রযোজক আনন্দ পণ্ডিত ইতিমধ্যেই অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমি অভিনীত 'চেহরে' ছবির মুক্তির দিন পিছিয়ে দিয়েছেন ৷ তাঁর কথায়, "দুর্ভাগ্যবশত বছরে আমরা মাত্র 52টা শুক্রবার পাই, আর সেখানে বছরে প্রায় 300-400 টি ছবি মুক্তি পায় ৷ এবছরের এপ্রিল এবং মে মাস তো চলেই যাবে এইভাবে ৷ জুনের আগে কোনও ছবি মুক্তি পাবে বলে মনে হয় না ৷"

এপ্রিলে 'থালাইভি', 'রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' এবং 'সত্যমেব জয়তে 2' তে মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু লকডাউনের জেরে পিছিয়ে দিতে হবে এইসব ছবি মুক্তির দিনও ৷

আরও পড়ুন:চিনতে পারছেন এই অভিনেতাকে?

ABOUT THE AUTHOR

...view details