পশ্চিমবঙ্গ

west bengal

New Bengali Film: নতুন পরিচালক বিক্রম আদিত্যের সাইকোলজিক্যাল থ্রিলারে গুরুত্বপূর্ণ চরিত্রে চিরঞ্জিৎ

By

Published : Nov 8, 2021, 2:39 PM IST

নতুন পরিচালক বিক্রম আদিত্য অর্জুনের হাত ধরে ফের থ্রিলার ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ ছবির নাম 'মৃত্যুর রং ধূসর'৷

New Bengali Film
নতুন পরিচালক বিক্রম আদিত্যের সাইকোলজিক্যাল থ্রিলারে গুরুত্বপূর্ণ চরিত্রে চিরঞ্জিৎ চক্রবর্তী

কলকাতা, 8 নভেম্বর: নতুন পরিচালক বিক্রম আদিত্য অর্জুনের হাত ধরে ফের একটি থ্রিলার ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ সাইকোলজিক্যাল এই থ্রিলারের নাম 'মৃত্যুর রং ধূসর'৷

এই ছবিতে অভিনয় প্রসঙ্গে, চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, "বাংলা ছবি হোক বা ওয়েব সিরিজ সবই এখন থ্রিলারনির্ভর। এককথায় এখন থ্রিলার যুগ চলছে বলা যায়। আমাদের ছবিও থ্রিলারধর্মী। খুনের রহস্য সমাধান করব আমি। ক্রাইম ব্রাঞ্চের মুখ্য অনুসন্ধানকারীর চরিত্রে রয়েছি। ভাল চরিত্র, ভাল গল্প। একের পর এক খুন হয়েই চলেছে। নিরপরাধ লোকেরা খুন হয়ে যাচ্ছে। কিন্তু কেন? কে এসব করছে? জানতে হলে ছবিটা দেখতে হবে। শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি।"

এই ছবিতে মহিলা পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করছেন ঐন্দ্রিলা বসু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা। সাধরণত দুষ্টু-মিষ্টি স্বভাবের বিভিন্ন চরিত্রেই তাঁকে দেখেছেন দর্শক। এই ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেছেন, "এই ছবিতে আমাকে একেবারে অন্য চরিত্রে পাবেন দর্শকরা। রীতিমতো চমকে যেতে পারেন তাঁরা। খুব গম্ভীর, স্বল্পভাষী একটি চরিত্র আমার। আমি নিজেকেই নিজে চিনতে পারব না বোধহয়। আমার চরিত্রের অনেক দিক আছে। সেটা জানতে হলে দেখতে হবে ছবিটা। "

নতুন পরিচালক বিক্রম আদিত্যের সাইকোলজিক্যাল থ্রিলারে গুরুত্বপূর্ণ চরিত্রে চিরঞ্জিৎ চক্রবর্তী

আরও পড়ুন : Sreelekha Mitra: ফেবুতে কান্নায় ভেঙে পড়ে শ্রীলেখা জানালেন, অবিলম্বে ফ্ল্যাট ছাড়ছেন ! কেন?

ছবির নবীন পরিচালক বিক্রম আদিত্য অর্জুন ৷ চিরঞ্জিৎ চক্রবর্তীকে এই ছবিতে অভিনয়ের জন্য রাজি করানো সম্ভব হল কীভাবে? এই প্রশ্নের উত্তরে পরিচালক বলেন,"আমি গল্পটা শোনালে ওঁর ভাল লাগে। রাজি হয়ে যান। প্রথম থেকেই এই চরিত্রের জন্য ওঁর কথাই মাথায় ছিল ৷" করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্যের সিনেমা হলগুলি৷ সম্প্রতি প্রেক্ষাগৃহ খুললেও সেখানে বিশেষ দর্শকের দেখা মিলছে না ৷ তাই ছবির রিলিজ নিয়ে কতটা চিন্তায় আছেন, এই প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, "কনটেন্ট ভাল হলে দর্শক ছবি দেখবে। "

এই ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তী, ঐন্দ্রিলা বসু ছাড়াও থাকছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ, রজজয়, সৌমিতা-সহ আরও অনেকে । ছবির গান গেয়েছেন রূপম ইসলাম, দেব অরিজিৎ। সিনেমাটোগ্রাফিতে আছেন সুদীপ্ত মজুমদার। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হবে ছবির শুটিং। ২২ নভেম্বর থেকে শুটিং শুরুর কথা। তার আগে কলকাতায় হয়ে গেল ছবির শুভ মহরৎ ৷

ABOUT THE AUTHOR

...view details