পশ্চিমবঙ্গ

west bengal

Aryan Khan Case : তদন্ত কমিটির রিপোর্টে ড্রাগ চক্রের সঙ্গে যোগাযোগের কোনও প্রমাণ নেই আরিয়ানের বিরুদ্ধে

By

Published : Mar 2, 2022, 12:03 PM IST

Updated : Mar 2, 2022, 12:48 PM IST

ড্রাগ চালান চক্রের সঙ্গে যোগাযোগের কোনও প্রমাণ মিলল না শাহরুখ পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে (SIT report on Aryan Khan) ৷ বিশেষ তদন্ত কমিটি এসআইটির আদালতে দেওয়া রিপোর্ট নাকি বলছে, আরিয়ান খান কখনওই মাদক কাণ্ডে যুক্ত ছিল না ৷ এমনটাই বলছে সূত্র ৷ যদিও তা মানতে রাজি নন এসআইটি প্রধান সঞ্জয় সিং ৷

Aryan Khan Case
ড্রাগ চক্রের সঙ্গে যোগাযোগের কোনও প্রমাণ নেই শাহরুখ পুত্রের বিরুদ্ধে জানাল তদন্ত কমিটি

নয়া দিল্লি, 2 মার্চ:ড্রাগ চালান চক্রের সঙ্গে যোগাযোগের কোনও প্রমাণ মিলল না শাহরুখ পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে (SIT report on Aryan Khan) ৷ সূত্রের খবর অনুযায়ী বিশেষ তদন্ত কমিটির রিপোর্ট বলছে এসআইটি আরিয়ান খান কখনওই মাদক কাণ্ডে যুক্ত ছিল না ৷ তাই তাঁর ফোন নেওয়া বা চ্যাট চেক করার দরকার ছিল না ৷ চ্যাটগুলি এও প্রমাণ করে না যে, আরিয়ান কোনও আন্তর্জাতিক সিন্ডিকেটের অংশ ছিলেন ৷ শুধু তাই নয় নারকোটিক্স বিভাগের এই বিশেষ দল নাকি এও প্রমান পেয়েছেন কর্ডেলিয়ায় যে অভিযানের ফলে আরিয়ানকে গ্রেফতার করা হয় সেই অভিযানেও বেশ কিছু অনিয়ম ছিল ।

এনসিবি মুম্বই জোনের প্রধান সমীর ওয়াংখেড়ের নেতৃত্বেই চালানো হয়েছিল এই অভিযান ৷ যার জেরে পুলিশের হাতে গ্রেফতার হন আরিয়ান খান ৷ এনকসিবির অনুমান ছিল আন্তর্জাতিক মাদক চালান চক্রের সঙ্গে যোগ রয়েছে শাহরুখ পুত্রের ৷ তবে শাহরুখ পুত্র এখনই সম্পূর্ণ বিপদ মুক্ত তা মানতে নারাজ এসআইটি প্রধান সঞ্জয় সিং ৷ তিনি বলেন, "আরিয়ান খানের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই এটা বলা এখন খুবই তাড়াহুড়ো করা হয়ে যাবে। তদন্ত এখনও চলছে; একাধিক বিবৃতি রেকর্ড করা হয়েছে । এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি আমরা ৷"

আরও পড়ুন: সামনে এল রনবীর শ্রদ্ধা-জুটির নতুন ছবির মুক্তির তারিখ

কিন্তু সূত্র বলছে এই সংক্রান্ত কোনও প্রমাণই পায়নি এসআইটি ৷ এমনকি যে চ্য়াট নিয়ে এত আশঙ্কা করেছিল এনসিবি, তাও অমূলক বলেই মনে করছেন তাঁরা ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় মোট 20 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

Last Updated : Mar 2, 2022, 12:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details