পশ্চিমবঙ্গ

west bengal

Shilpa Shetti New Film Shoot : শিল্পা শেঠির নতুন সিনেমা ‘সুখী’র শ্যুটিং শুরু

By

Published : Mar 4, 2022, 3:27 PM IST

বৃহস্পতিবার শিল্পা শেঠি সোনাল যোশি পরিচালিত 'সুখী'র শ্যুটিং শুরু করেছেন (Shilpa Shetti New Film Shoot) । ৪৬ বছর বয়সী অভিনেত্রী নিজেই একথা ঘোষণা করেন । তিনি ইনস্টাগ্রামে সিনেমা সেট থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ।

শিল্পা শেঠি নতুন সিনেমা শুটিং শুরু করবেন 'সূখী'
Shilpa Shetti New Film Shoot

নয়াদিল্লি, ৪ মার্চ: অভিনেত্রী শিল্পা শেঠি তাঁর মহিলাকেন্দ্রিক ছবি ‘সুখী’র শ্যুটিং শুরু করেছেন (shilpa shettty begins sukhee shoot)। সুখী হিসাবে নিজেকে আভাস দিয়ে অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি বুমেরাং ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যাতে তাঁকে ক্লাপবোর্ড ধরে থাকতে দেখা যায় এবং ভক্তদের জানাতে দেখা যায় যে, তিনি চলচিত্রের প্রথম শটটি সম্পূর্ণ করেছেন ।

"একটি নতুন ফিল্ম, একটি নতুন চরিত্র , একটি নতুন যাত্রা #সুখী । প্রথম শট করা হয়েছে", । ৪৬ বছর বয়সী এই পোস্টটির ক্যাপশন দিয়েছেন শিল্পা। বেশ কিছু ভক্ত ও অনুগামীরা ও কিছু সেলিব্রিটি কমেন্টস করেছেন এবং তাঁকে শুভকামনা জানিয়েছেন । অভিনেত্রীর ছোট বোন শমিতা শেঠি তাঁর মঙ্গল কামনা করেছেন এবং লিখেছেন ," অল দ্য বেস্ট মুনকি", অন্যদিকে প্রবীণ অভিনেতা অনিল কাপুর লিখেছেন, ‘‘অল দ্য বেস্ট মাই ফ্রেন্ড ।"

শিল্পা বুধবার সিনেমার শ্যুটিংয়ের জন্য চণ্ডীগড় যাত্রা করেছিলেন । নারীকেন্দ্রীক সিনেমা তৈরি করতে অ্যাবুন্ড্যান্টিয়া এন্টারটেইনমেন্ট এবং টি সিরিজ হাত মিলিয়েছে । সিনেমাটি পরিচালনা করেছেন সোনাল যোশি, যিনি এর আগে ধুম ৩ এবং জব হ্যারি মেট সেজালের মতো চলচ্চিত্রে সহ-পরিচালকের কাজ করেছেন ।

শেঠিকে শেষ বার ২০২১ সালে কমেডি হাঙ্গামা ২ এ দেখা গিয়েছিল, যেটি আপনে ২০০৭ পরে তাঁর প্রত্যাবর্তন চিহ্নিত করেছিল । শিল্পার রোমান্টিক কমেডি ‘নিকম্মা’ও মুক্তির পথে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছে অভিমুন্য দাসানি এবং শার্লি শেঠিয়া ৷

ABOUT THE AUTHOR

...view details