পশ্চিমবঙ্গ

west bengal

ঋষির মুখে 'কণ্ঠ'-র প্রশংসা, উসকে দিল ক্যানসারের জল্পনা

By

Published : Apr 15, 2019, 6:00 PM IST

Updated : Apr 16, 2019, 3:24 PM IST

ঋষি কাপুরের টুইটকে স্বাগত জানিয়ে উইন্ডোজ় প্রোডাকশন থেকে তাঁকে ধন্যবাদ জানান হয়।

ফোটো সৌজন্য ফেসবুক

নিউইয়র্ক : 'কণ্ঠ'। শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালিত ছবিটির ট্রেলার গতকাল সামনে এসেছে। ছবিটি এক রেডিয়ো সঞ্চালকের গলায় ক্যানসারের গল্প। কীভাবে ক্য়ানসারে তার গলার সাউন্ড বক্স বাদ যায়, সেটা দিয়েই এগোবে গল্পটি। সম্প্রতি এই ছবির ট্রেলার দেখে মন্ত্রমুগ্ধ অভিনেতা ঋষি কাপুর। টুইটারে সেই ভালো লাগা শেয়ার করে তিনি লেখেন, "ভেরি ইম্পেসিভ"।

ঋষি কাপুরের টুইটকে স্বাগত জানিয়ে উইন্ডোজ় প্রোডাকশন থেকে তাঁকে ধন্যবাদ জানান হয়।


ছবির বিষয় রেডিয়ো আর্টিস্টদের নিয়ে। আগেও তাঁদের নিয়ে ছবি তৈরি হয়েছে। তবে সদ্যমুক্তি পাওয়া 'কণ্ঠ'র ট্রেলার একেবারে অন্য কথা বলে গেল ছবি সম্পর্কে। এধরনের ছবি বোধহয় হয়নি আগে। গলায় কর্কটরোগে আক্রান্ত রেডিয়ো জকি অর্জুনের বাদ দিতে হয় সাউন্ড বক্স। যার ফলে চিরকালের জন্য হারায় তার কণ্ঠস্বর। মানসিকভাবে ভেঙে যায় অর্জুন। বিশেষ করে সে যখন একজন রেডিয়ো শিল্পী, কণ্ঠস্বরে যেখানে তার রুজি-রুটির পথ, আত্মপরিচিতি অঙ্গ।

ছবিটির বিষয় ক্যানসার। এর আগে হঠাৎ নিউইয়র্কে চিকিৎসা করতে চলে যাওয়ায় অনেকেই বলেছিলেন ক্যানসারে আক্রান্ত ঋষি। তবে সেই জল্পনাকে বিশেষ আমল দেননি তাঁর পরিবার। তবে হঠাৎ এই ছবির ট্রেলারটি শেয়ার করে নতুন করে জল্পনা উসকে দিয়েছেন ঋষি নিজে। এমনটাই মত বলিউডের বিভিন্নমহলের।

Rishi Kapoor is all praise for Konttho trailer



ঋষির মুখে 'কণ্ঠ'-র প্রশংসা, উসকে দিলেন ক্যানসার জল্পনা



নিউইয়র্ক : 'কণ্ঠ'। শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালিত ছবিটির ট্রেলার গতকাল সামনে এসেছে। ছবিটি এক রেডিয়ো সঞ্চালকের গলায় ক্যানসারের গল্প। কীভাবে ক্য়ানসারে তার গলার সাউন্ড বক্স বাদ যায়, সেটা দিয়েই এগোবে গল্পটি। সম্প্রতি এই ছবির ট্রেলার দেখে মন্ত্রমুগ্ধ অভিনেতা ঋষি কাপুর। টুইটারে সেই ভালো লাগা শেয়ার করে তিনি লেখেন, "খুব প্রশংসনীয়"।



ঋষি কাপুরের টুইটকে স্বাগত জানিয়ে উইন্ডোজ় প্রোডাকশন থেকে তাঁকে ধন্যবাদ জানান হয়।



ছবির বিষয় রেডিয়ো আর্টিস্টদের নিয়ে। আগেও তাঁদের নিয়ে ছবি তৈরি হয়েছে। তবে সদ্যমুক্তি পাওয়া 'কণ্ঠ'র ট্রেলার একেবারে অন্য কথা বলে গেল ছবি সম্পর্কে। এধরনের ছবি বোধহয় হয়নি আগে। গলায় কর্কটরোগে আক্রান্ত রেডিয়ো জকি অর্জুনের বাদ দিতে হয় সাউন্ড বক্স। যার ফলে চিরকালের জন্য হারায় তার কণ্ঠস্বর। মানসিকভাবে ভেঙে যায় অর্জুন। বিশেষ করে সে যখন একজন রেডিয়ো শিল্পী, কণ্ঠস্বরে যেখানে তার রুজি-রুটির পথ, আত্মপরিচিতি অঙ্গ।



ছবিটির বিষয় ক্যানসার। এর আগে হঠাৎ নিউইয়র্কে চিকিৎসা করতে চলে যাওয়ায় অনেকেই বলেছিলেন ক্যানসারে আক্রান্ত ঋষি। তবে সেই জল্পনাকে বিশেষ আমল দেননি তাঁর পরিবার। তবে হঠাৎ এই ছবির ট্রেলারটি শেয়ার করে নতুন করে জল্পনা উসকে দিয়েছেন ঋষি নিজে। এমনটাই মত বলিউডের বিভিন্নমহলের। 


Conclusion:
Last Updated : Apr 16, 2019, 3:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details