পশ্চিমবঙ্গ

west bengal

লাকির গান শুনে মুখে হাসি চোখে জল...

By

Published : Dec 14, 2020, 9:33 AM IST

নব্বইয়ের দশকের ছেলেমেয়েরা একসময় লাকি আলি বলতে পাগল ছিলেন । তবে অনেকদিনই দেখা পাওয়া যায়নি গায়কের । মানুষটাই এমন, খোলা মনে গান গেয়ে তারপর কোথায় যেন উধাও হয়ে যান তিনি । তবে যা শুনিয়ে যান, তাতেই মত্ত হন শ্রোতারা । আবারও একবার সকলকে আবেগে ভাসালেন লাকি আলি । 'ও সনম' গানের নতুন ভার্সনে সবাইকে মুগ্ধ করলেন গায়ক ।

Lucky Ali viral song
Lucky Ali viral song

গোয়া : গোয়া, নামটা শুনলেই একটা ছিমছাম মনোরম পরিবেশের ছবি ফুটে ওঠে । গাছের তলায় বসে এক ফকিরের আবেগেতাড়িত কণ্ঠে গাওয়া গান আর তাঁর সামনে ছড়িয়ে থাকা শ্রোতাদের জল ভরা চোখ । এরই নাম গোয়া ।

হ্যাঁ, সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়ো দেখে গোয়ার এমনই ছবি তৈরি হয়েছে সকলের চোখে । গাছের তলায় বসে থাকা ফকির গোছের লোকটা আসলে লাকি আলি । দীর্ঘদিন পর প্রিয় গায়কের গান শুনে নস্ট্যালজিক শ্রোতারা ।

দরদ আর যন্ত্রণা ভরা কণ্ঠে লাকি ধরলেন 'ও সনম'-এর নতুন এক ভার্সন । তাঁর সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্রোতারা নিজেদের আবেগ ধরে রাখতে পারলেন না । গোয়ার নিবাসী অভিনেত্রী নফিসা আলি সহ অসংখ্য মানুষ শেয়ার করেছেন লাকির এই লাইভ পারফর্মেন্স ।

দীর্ঘদিন লাইমলাইটের আড়ালে ছিলেন লাকি । তবে তাঁর জনপ্রিয়তায় যে এতটুকু ভাটা পড়েনি সেটা প্রমাণিত হল মানুষের ভালোবাসা দেখে । শুনেছেন লাকির 'ও সনম' গানটি ?

ABOUT THE AUTHOR

...view details