পশ্চিমবঙ্গ

west bengal

সে কি ! একতা কাপুরকে হাতের রিং খুলতে বাধ্য় করল কে ?

By

Published : Apr 6, 2020, 10:35 PM IST

জ্যোতিষে খুব বিশ্বাস করেন একতা কাপুর । তাই সবসময় তাঁর হাতে ভরতি কবচ,তাবিজ দেখা যায় । কিন্তু, হাত একেবারে খালি করতে বাধ্য হলেন একতা । ব্যাপারটা কী ?

Ekta kapor romoves rings
Ekta kapor romoves rings

মুম্বই : খালি হাতে একতাকে দেখা দুষ্কর । সেফ হ্যান্ড চ্যালেঞ্জ-এর সময়ও তাঁকে হাত ভরতি গয়না পরেই সাবান লাগাতে দেখা গেছিল । কিন্তু, হঠাৎই ফাঁকা হয়ে গেল হাত । কারণ ? কারণ অ্যালার্জি ।

ইনস্টাগ্রামে খালি হাত দেখিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন একতা । ক্যাপশনে মজার ছলে দু-চার কথা লিখলেও হাত খালির কারণটা জানাননি তিনি ।

অভিনেত্রী হিনা খান প্রশ্ন করেন একতাকে, "এটা কী করে হল ?" উত্তরে প্রযোজক জানান, "সাবান আর স্যানিটাইজ়ারের অতিরিক্ত ব্যবহারের ফলে অ্যালার্জি হয়ে গেছিল । তবে একটা ব্রেকের পরেই ফিরে আসব ।"

অন্য এক ইউজ়ার আবার লিখেছেন, "কতদিন ধরে পরছিলেন এগুলো ?" এই প্রশ্নের উত্তরে একতার জবাব, "সেই 2003 থেকে ।"

দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details