পশ্চিমবঙ্গ

west bengal

"আমার তো নিজের গল্প মনে হয়েছে", 'বালা'-র সঙ্গে নিজের তুলনা বনির

By

Published : Nov 7, 2019, 12:42 PM IST

মুম্বইয়ে হলে গেল 'বালা'-র স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন বি-টাউনের অনেক তারকা। তাঁদের মধ্যে অন্যতম বনি কাপুর ও জাহ্নবী কাপুর। 'বালা'-র ট্রেলার দেখে মজাদার প্রতিক্রিয়া বনির।

Bony Kapoor reacts on Bala trailer

মুম্বই : এক চুল উঠে যাওয়া মধ্যবয়স্ক ছেলের গল্প 'বালা'। সারা পৃথিবী জুড়ে এই সমস্যা বর্তমান আর এই সমস্যাকে লুকোনোর প্রবণতাও খুবই কমন। ছবিতে আয়ুষ্মান তেমনই এক ছেলে, যে যে কোনও উপায় তার টাককে ঢাকতে চায়। সেই চরিত্রের সঙ্গে নিজের তুলনা করলেন বনি কাপুর।

'বালা'-র স্ক্রিনিংয়ে এসে বনি কাপুর বললেন, "আমি খুবই এক্সাইটেড। আয়ুষ্মান এখন ফর্মে রয়েছে, ইয়ামি গৌতম আর ভূমি পেদনেকর খুব ভালো অভিনেত্রী। এই ফান ফিল্মের আনন্দ আমিও নিতে পারব আশা করছি।"

ছবির কনটেন্ট নিয়ে প্রশ্ন করা হলে বনি কাপুর বলেন, "আমার তো মনে হচ্ছে ছবিটা আমাকে নিয়েই তৈরি হয়েছে। নিজের গল্প মনে হচ্ছে।" বনির এই কথায় জাহ্নবীও বলেন, "বাবাকে নিয়ে ছবি বলে আমিও উত্তেজিত.." বলে হেসে ফেললেন অভিনেত্রী।

'বালা' মুক্তি পাচ্ছে 8 নভেম্বর। দেখে নিন বনি কাপুরের সেই মজার বক্তব্যের ভিডিয়ো...

ভিডিয়ো...

"আমার তো নিজের গল্প মনে হয়েছে", 'বালা'-র সঙ্গে নিজের তুলনা বনির



মুম্বইয়ে হলে গেল 'বালা'-র স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন বি-টাউনের অনেক তারকা। তাঁদের মধ্যে অন্যতম বনি কাপুর ও জাহ্নবী কাপুর। 'বালা'-র ট্রেলার দেখে মজাদার প্রতিক্রিয়া বনির।



মুম্বই : এক চুল উঠে যাওয়া মধ্যবয়স্ক ছেলের গল্প 'বালা'। সারা পৃথিবী জুড়ে এই সমস্যা বর্তমান আর এই সমস্যাকে লুকোনোর প্রবণতাও খুবই কমন। ছবিতে আয়ুষ্মান তেমনই এক ছেলে, যে যে কোনও উপায় তার টাককে ঢাকতে চায়। সেই চরিত্রের সঙ্গে নিজের তুলনা করলেন বনি কাপুর।



'বালা'-র স্ক্রিনিংয়ে এসে বনি কাপুর বললেন, "আমি খুবই এক্সাইটেড। আয়ুষ্মান এখন ফর্মে রয়েছে, ইয়ামি গৌতম আর ভূমি পেদনেকর খুব ভালো অভিনেত্রী। এই ফান ফিল্মের আনন্দ আমিও নিতে পারব আশা করছি।"



ছবির কনটেন্ট নিয়ে প্রশ্ন করা হলে বনি কাপুর বলেন, "আমার তো মনে হচ্ছে ছবিটা আমাকে নিয়েই তৈরি হয়েছে।" বনির এই কথায় জাহ্নবীও বলেন, "বাবাকে নিয়ে ছবি বলে আমিও উত্তেজিত.." বলে হেসে ফেললেন অভিনেত্রী।



'বালা' মুক্তি পাচ্ছে 8 নভেম্বর। দেখে নিন বনি কাপুরের সেই মজার বক্তব্যের ভিডিয়ো...


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details