পশ্চিমবঙ্গ

west bengal

মৃত্যুর নিজের অর্গ্যান দান করবেন অমিতাভ

By

Published : Sep 30, 2020, 12:13 PM IST

সারাজীবন ধরে সমস্ত প্রয়োজনে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন অমিতাভ বচ্চন, কোনও না কোনওভাবে অনুপ্রাণিত করেছেন সবাইকে । মৃত্যুর পরেও তিনি তাঁর ছাপ রেখে যেতে চান । একজন প্রতিশ্রুতিবদ্ধ অর্গ্যান ডোনর অমিতাভ বচ্চন । সোশাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানালেন এই কথা ।

Amitabh bachchan organ donation
Amitabh bachchan organ donation

মুম্বই : মৃত্যুর পর নিজের অঙ্গ-প্রত্যঙ্গ দান করবেন অমিতাভ বচ্চন । মৃত্যুর পরেও কারও জীবনে আলো ফোটাবেন তিনি । মৃত্যুর পরেও তিনি কিছু মানুষের জীবনে অপরিহার্য হয়ে থাকবেন । হ্যাঁ, একজন প্রতিশ্রুতিবদ্ধ অর্গ্যান ডোনর অমিতাভ ।

সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন অমিতাভ । তাঁর নীল ব্লেজ়ারের উপর একটি সবুজ ফিতে লাগানো । দেখে হয়তো মনে হবে একটি ফ্যাশন স্টেটমেন্ট সেটি । কিন্তু, সেই ফিতের তাৎপর্য নিজেই বোঝালেন মিস্টার বচ্চন ।

ক্যাপশলে লিখলেন, "এই সবুজ ফিতের তাৎপর্য হল...আমি একজন প্রতিশ্রুতিবদ্ধ অর্গ্যান ডোনর । আরও একজনকে প্রাণ দেওয়ার জন্য বদ্ধপরিকর ।"

দেখে নিন অমিতাভের পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details