পশ্চিমবঙ্গ

west bengal

Taliban: মহিলাদের বিক্ষোভের খবর করায় আফগান সাংবাদিকদের নৃশংস মার তালিবানের

By

Published : Sep 9, 2021, 12:57 PM IST

Updated : Sep 9, 2021, 2:29 PM IST

Afghanistan: Journalists Beaten By Taliban For Covering Women's Protests
মহিলাদের বিক্ষোভ কভার করায় আফগান সাংবাদিকদের নৃশংস মার তালিবানের

আফগানিস্তানের (Afghanistan) কাবুলে (Kabul) মহিলা বিক্ষোভকারীদের আন্দোলনের খবর কভার করায় সাংবাদিকদের নৃশংসভাবে পেটাল (Journalists Beaten) তালিবান (Taliban)৷ জখম সাংবাদিকদের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর : প্রতিশ্রুতি গালভরা ৷ মানবাধিকার রক্ষা করব ! সংবাদমাধ্যমের স্বাধীনতার রক্ষা করব ! জনতার জন্য সুশাসন দেব ! কিন্তু কার্যক্ষেত্রে যে তালিবান (Taliban) আছে তালিবানেই, ফের তারই সাক্ষী থাকল গোটা বিশ্ব ৷ যা দেখে কপালে ভাঁজ পড়েছে আন্তর্জাতিক মহলের ৷ কাবুলের রাস্তায় মহিলা বিক্ষোভকারীদের আন্দোলনের খবর কভার করার জন্য ধৃত সাংবাদিকদের নৃশংসভাবে মারধর (Journalists Beaten) করেছে তালিবান ৷ জখম হওয়া সাংবাদিকদের ছবি দেখে শিউড়ে উঠেছে দুনিয়া ৷

এ রকম দু'টি ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে ৷ ক্ষতবিক্ষত সাংবাদিকদের একটি ছবি পোস্ট করেছেন লস অ্যাঞ্জেলেস টাইমসের বিদেশ সংবাদদাতা মার্কাস ইয়াম ও আরেকটি পোস্ট করেছেন আফগান সংবাদমাধ্যম এটিলাট্রোজের সাংবাদিক ৷ ইয়ামের পোস্ট করা ছবিতে দু'জন সাংবাদিককে শুধুমাত্র নিম্নাঙ্গের অন্তর্বাস পরে পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ৷ তাঁদের সারা গা-হাত-পা ক্ষতবিক্ষত ৷ পোস্টটির ক্যাপশনে ইয়াম লিখেছেন, "যন্ত্রণাদায়ক ৷ তালিবান অত্যাচারে হওয়া ক্ষত দেখাচ্ছেন এটিলাট্রোজের আফগান সাংবাদিক, নেমাত নাকদি ও তাকি দারইয়াবি ৷ কাবুলে মহিলাদের মিছিলের খবর করার জন্য তাঁদের গ্রেফতার করে হেফাজতে বেধড়ক পিটিয়েছে তালিবান ৷"

আরও পড়ুন:Afghanistan : তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য তাড়াহুড়ো নয় : হোয়াইট হাউস

এটিলাট্রোজের টুইটেও দেখা গিয়েছে ওই দুই সাংবাদিকদের ছবি ৷ জখম সাংবাদিকদের নাম তাকি দারইয়াবি ও নেমাতুল্লাহ নাকদি বলে জানানো হয়েছে ৷ তাঁরা হলেন একজন ভিডিয়ো এডিটর ও একজন সাংবাদিক ৷ গতকাল পশ্চিম কাবুলে কার্ট-এ-চার এলাকায় মহিলাদের নেতৃত্বাধীন মিছিলের খবর করছিলেন তাঁরা ৷ তখনই তাঁদের অপহরণ করে তালিবান ৷ একটি ঘরে নিয়ে গিয়ে তাঁদের উপর নৃশংস ভাবে অত্যাচার চালানো হয় বলে অভিযোগ ৷ নাকদি সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানিয়েছেন, "আমরা চিৎকার করে বলছিলাম, আমরা সাংবাদিক ৷ কিন্তু তারা আমাদের কোনও কথা পাত্তাই দেয়নি ৷"

আরও পড়ুন :Afghanistan : তালিবানের সঙ্গে সমস্যা মিটিয়ে ব্যবস্থা নেবে চিন, নিশ্চিত বাইডেন

লস অ্যাঞ্জেলেস টাইমসকেও মহিলাদের মিছিলের ছবি তুলতে দেয়নি তালিবান ৷ ওই এলাকা ছাড়তে বাধ্য করা হয় সাংবাদিকদের ৷ ফ্রান্সের ইউরোপিয়ান টিভি নিউজ নেটওয়ার্ক ইউরোনিউজের স্থানীয় প্রধান-সহ আরও তিনজন সাংবাদিককে অপহরণ করে তালিবান ৷ সাংবাদিকদের প্রচুর চড়-থাপ্পড় মেরে ছেড়ে দেওয়া হয় ৷ গ্রেফতার করা হয়েছে টোলো নিউজের ক্যামেরাপার্সন ওয়াহিদ আহমাদি-সহ আরও কয়েকজন সাংবাদিককে ৷ দিনকয়েক আগেই ডিউশে ওয়েলের এক সাংবাদিককে খুঁজতে গিয়ে তাঁকে না-পেয়ে তাঁর এক আত্মীয়কে হত্যা করেছে তালিবান ৷

আরও পড়ুন:Afghanistan Situation : আফগানিস্তান নিয়ে বাড়ছে উদ্বেগ, মার্কিন ও রুশ শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক ডোভালের

Last Updated :Sep 9, 2021, 2:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details