পশ্চিমবঙ্গ

west bengal

Devlina Kumar: সংস্কার-কুসংস্কার কতটা ভাবায় দেবলীনা কুমারকে?

By

Published : Feb 18, 2023, 1:43 PM IST

<p>নামের পাশে সেলেব তকমা লেগেছে ঠিকই, কিন্তু নিয়ম নিষ্ঠা, আচার, পুজো অর্চনা, সংস্কারের প্রতি সদা যত্নশীল অভিনেত্রী তথা নৃত্যশিল্পী দেবলীনা কুমার । বড় পর্দা, ছোট পর্দা, মঞ্চের পর এবার তাঁর অভিষেক ঘটল ওয়েব সিরিজেও । জি ফাইভে আসছে তাঁর নতুন ওয়েব সিরিজ 'শ্বেতকালী'। সানি ঘোষ রায়ের পরিচালনায় এই ওয়েব সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা কুমার । এখানে তিনি অভিনয় করবেন একজন মডেলের ভূমিকায় । গ্রাম ছেড়ে শহরের চাকচিক্যে পাড়ি জমাতে চায় সে । দেবলীনার বিপরীতে সমদর্শী দত্ত ।&nbsp;</p><p>নিজের চরিত্র নিয়ে খুব বেশি কথা বলতে নারাজ দেবলীনা । তবে তিনি বলেন, "ওয়েব সিরিজে কাজ করে দারুণ লাগল । একটা রাজবাড়িতে শুটিং হয়েছে। অনেক মুহূর্ত বেশ মনে রাখার মতো (Devlina Kumar on Swetkali) ।" নিজের এক অলৌকিক অভিজ্ঞতাও এদিন শেয়ার করেছেন নায়িকা ৷ দেবলীনা বলেন, "শুটিঙের পর খুব ক্লান্ত ছিলাম সেদিন । একটু চা চেয়েছিলাম একজনের কাছে। কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে দারুণ একটা চা এনে দেয় । পরে যখন সবাইকে কথাটা বলি সবাই আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে । ওরা বলে যে আমাকে চা এনে দিয়েছিল সে নাকি ছুটিতে । ওখানে নেই!" ৷ প্রথমে তিনি ভেবেছিলেন তাঁর সঙ্গে সকলে মজা করছে ৷ পরে অবশ্য় দেবলীনা বুঝতে পারেন পুরো ব্যাপারটি সত্যি ৷ ওই ব্যক্তি ছিলেন ছুটিতেই ৷ এহেন দেবলীনা কতখানি বিশ্বাস করেন ভগবানকে, সংস্কার কিংবা কুসংস্কারে? জানালেন নিজের মুখেই ।</p>

Devlina kumar  Shares Her Thoughts on Swetkali
সংস্কার কুসংস্কার কতটা ভাবায় দেবলীনা কুমারকে

ABOUT THE AUTHOR

...view details