পশ্চিমবঙ্গ

west bengal

Urfi Javed: মুম্বই পুলিশের হাতে গ্রেফতার উরফি ? ভাইরাল ভিডিয়ো ঘিরে সন্দিহান নেটপাড়া

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 10:57 AM IST

Updated : Nov 3, 2023, 11:04 AM IST

'ছোট ছোট পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়ানোয়' মুম্বই পুলিশ গ্রেফতার করল উরফি জাভেদকে ৷ সোশাল মিডিয়ায় এ হেন ভাইরাল ভিডিয়ো দেখে হতভম্ব অনুরাগীরা ৷ প্র্যাঙ্ক না সত্যি ঘটনা বুঝতে পারছেন না কেউই ৷

Etv Bharat
মুম্বই পুলিশের হাতে গ্রেফতার উরফি ?

মুম্বই, 3 নভেম্বর: পোশাক নির্বাচনের জন্য বরাবরই শিরোনামে থাকেন মডেল উরফি জাভেদ ৷ সেই পোশাকের জন্য বিতর্কের মুখেও পড়েন বারবার ৷ এবার মুম্বই পুলিশ গ্রেফতার করল মডেলকে ৷ শুক্রবার সকাল থেকেই এমনই একটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷ সেখানেই দেখা যায়, মুম্বই পুলিশের লেডি কনস্টেবল তাঁকে গ্রেফতার করেছে ৷ এটি সত্যি ঘটনা নাকি কোনও প্র্যাঙ্ক তা বুঝতে পারছেন না অনুরাগীরা ৷ কারণ নিজের পছন্দের পোশাক পরার কারণে স্বাধীন দেশের কোনও নাগরিককে গ্রেফতার করা যায় না ৷ ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

এদিন পাপারাৎজিরা সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ তাতে দেখা গিয়েছে, সকালে কফি খেতে একটি কফিশপে ঢুকেছেন উরফি ৷ অন্যদিকে মুম্বই পুলিশের গাড়ি দাঁড়িয়ে ৷ সেখান থেকে দুই মহিলি পুলিশ কফিশপের বাইরে দাঁড়িয়ে থাকা উরফিকে নিজেদের কাছে ডাকেন ৷ তাঁদের মধ্যে এক পুলিশ কর্মী বলেন, উরফিকে থানায় যেতে হবে ৷ সঙ্গে সঙ্গে উরফি উত্তর দেন, কেন যাবেন? কে পাঠিয়েছে তাঁদের ৷

আরও পড়ুন:রাজপালের মতো 'ছোটা পণ্ডিত' সাজতে গিয়ে পেতে হচ্ছে 'খুনের হুমকি', দাবি উরফির

মহিলা পুলিশদের বলতে শোনা যায়, ছোট ছোট কাপড় পরে কেন ঘুরে বেড়ান? এই প্রশ্নে মডেল জবাব দেন, তাঁর ইচ্ছা, যা খুশি তাই পরতে পারেন ৷ এই উত্তর শোনার পরেই দুই মহিলা পুলিশ বলেন, তাঁকে যা বলার থানায় গিয়ে বলতে হবে ৷ বেশ কিছুক্ষণ তর্কের পর উরফির হাত ধরে পুলিশ গাড়িতে তোলা হয় ৷ এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা ৷ এদিন সকালে উরফিকে দেখা গিয়েছে ব্যাকলেস লাল রঙের টপের সঙ্গে ডেনিমের প্যান্ট পরতে ৷ কে কোন ধরনের পোশাক পরবেন তার জন্য তাঁকে গ্রেফতার করার বিধান কোনও আইনে বলা নেই। কিন্তু এক্ষেত্রে তেমনই একটি ঘটনা ঘটায় বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

মুম্বই পুলিশ কি সত্যিই উরফিকে গ্রেফতার করেছে? তা বুঝতে পারছেন না কেউই ৷ শুধু তাই নয়, ভাইরাল হওয়া ভিডিয়োটির সত্যতা যাচাই করা হয়নি ৷ অন্যদিকে, নেট দুনিয়ার অন্য এক অংশ বলছে ভিন্ন কথা ৷ কেউ বলছেন, এটা কোন ধরণের প্র্যাঙ্ক হতে পারে ৷ আবার কেউ বলছেন, সত্যিই হয়তো বড় কোনও বিপদে পড়েছেন বিতর্কিত মডেল ৷

কিছুদিন আগেই ভুলভুলাই ছবির রাজপাল যাদবের চরিত্রে নিজেকে মেলে ধরেন উরফি ৷ তাতে তিনি খুনের হুমকিও পান ৷ সেই নিয়ে দীর্ঘ একটি পোস্টও সোশাল মিডিয়ায় দিয়েছিলেন মডেল ৷ এবার তাঁকে মুম্বই পুলিশের গ্রেফতার করার ভিডিয়ো সামনে আসতেই আলোচনার ঝড় সোশাল মিডিয়ায় ৷ অভিনেত্রী বা তাঁর ঘনিষ্ঠ মহল অথবা মুম্বই পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার।

আরও পড়ুন: 'পাঞ্জা বের করার সময় এসে গিয়েছে'- প্রকাশ্যে সুস্মিতা সেনের আরিয়া 3

Last Updated : Nov 3, 2023, 11:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details