পশ্চিমবঙ্গ

west bengal

শহরে সল্লুভাই, টাইগারের প্রেমে মজলেন টলিসুন্দরীরা

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 10:56 PM IST

Updated : Dec 6, 2023, 6:28 AM IST

Actresses Pics With Salman: শহরে পা রেখেছেন ভাইজান সলমন খান ৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেতাকে দেখে পড়ে গেল সেলফি তোলার হিরিক ৷ টলিউডের অভিনেত্রীদের অনেককেই দেখা গেল ভাইজানের সঙ্গে কাটানো মুহূর্তটুকু ক্যামেরায় ধরে রাখতে ৷

Srabanti Chatterjee
সল্লু ভাইয়ের প্রেমে মজলেন টলিসুন্দরীরা

কলকাতা, 5 ডিসেম্বর: তিলোত্তমার বুকে এখন চাঁদের হাট ৷ টাইগার থেকে মিস্টার ইন্ডিয়া, দাবাং গার্ল সোনাক্ষী সিনহা কে নেই বাংলায় সেটাই বড় প্রশ্ন ৷ উপলক্ষ্য একটাই, 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'। 29তম বর্ষে কলকাতায় উৎসবের উদ্বোধনে হাজির হন অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট এবং সলমন খানের মতো বলিউডের এক ঝাঁক তারকা ৷ টাইগার এবং মিস্টার ইন্ডিয়াকে নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজনা তুঙ্গে ৷ বাংলার নায়িকারা রীতিমতো মেতে উঠলেন সকলেই ৷ সল্লু ভাইয়ের সঙ্গে ছবি তোলার ধুম পড়ে গেল রীতিমতো ৷ শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়ের মতো আরও অনেকেই ছবি শেয়ার করেছেন ভাইজান ও অনিল কাপুরের সঙ্গে ৷

সৌরভ গঙ্গোপাধ্যায়কে এদিন বরণ করে নেন শ্রাবন্তী ৷ এরপর সৌরভ, সলমন এবং অনিল কাপুরের সঙ্গে তোলা ছবি তিনি শেয়ারও করেন নেটপাড়ায় ৷ ইনস্টাগ্রামে তিনি লেখেন, "শহরে টাইগারের আগমন ৷" সল্লু ভাইয়ের পাশে দাঁড়িয়ে ছবি শেয়ার করলেন কৌশানিও ৷ তিনি লেখেন, "সত্যিই স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত ৷ আক্ষরিক অর্থেই আমার কাছে আপনি স্বপ্নের পুরুষ ৷ যাঁরা বলে তাঁরা ঠিকই বলে, কত এল কত গেল টাইগার সবসময় টাইগারই থেকে যায় ৷"

ভাইজানের সঙ্গে ক্যামেরাবন্দি মুহূর্তের ছবি শেয়ার করেছেন পূজা বন্দোপাধ্যায় এবং কোয়েল মল্লিকও ৷ গায়িকা ইমন চক্রবর্তীও সল্লু ভাইয়ে মজেছেন ৷ তাঁর সঙ্গে ছবি তুলতে পেরে তিনি যে বাক্যহারা তাও জানিয়েছেন সোশালে ৷ শুধু টাইগার নয়, মিস্টার ইন্ডিয়াও এদিন যথেষ্ট নজর কাড়লেন ৷ ঋতুপর্ণা সেনগুপ্ত তো আগেই জানিয়েছিলেন তাঁর অভিজ্ঞতা ৷ শ্রাবন্তী এবং অন্য় বঙ্গ সুন্দরীরাও তাঁর সঙ্গে ছবি শেয়ার করলেন সোশালে ৷

উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলারও এক ঝাঁক তারকা ৷ ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সন্দীপ রায়, সব্যসাচী চক্রবর্তী, লিলি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, চিরঞ্জিৎ চক্রবর্তী, রঞ্জিৎ মল্লিক, দেব, অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী প্রমুখ।

আরও পড়ুুন:

  1. 'নায়ক'এর চোখে হিন্দি ফিল্মের মহানায়ক সলমন, 'এভারগ্রিন' উত্তমকেও কুর্নিশ আবেগী অনিলের
  2. 'প্রতিবছর আরও সুন্দর হচ্ছে', উদ্বোধনে এসে চলচ্চিত্র উৎসবের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ
  3. বাংলাই ফিল্মের ডেস্টিনেশন, এখানে ফিল্ম করুন ! ভাইজানকে অনুরোধ মমতার; আমন্ত্রণ আগামী চলচ্চিত্র উৎসবে
Last Updated : Dec 6, 2023, 6:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details