পশ্চিমবঙ্গ

west bengal

Sajid Khan: বিগ বস থেকে সাজিদকে বের করুন ! মন্ত্রীকে চিঠি দিল্লি মহিলা কমিশনের প্রধানের

By

Published : Oct 10, 2022, 5:15 PM IST

চলচ্চিত্র নির্মাতা সাজিদ খানকে (Sajid Khan) 'বিগ বস' (Bigg Boss) থেকে বহিষ্কারের দাবি জানালেন দিল্লি মহিলা কমিশনের (Delhi Commission for Women) প্রধান স্বাতী মালিওয়াল (Swati Maliwal) ৷ এ নিয়ে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রী (Union Information and Broadcasting Minister) অনুরাগ ঠাকুরকে (Anurag Thakur) চিঠি পাঠালেন তিনি ৷

Swati Maliwal sends letter to Anurag Thakur demanding Sajid Khan Removal From Bigg Boss
Sajid Khan: বিগ বস থেকে সাজিদকে বের করুন ! মন্ত্রীকে চিঠি দিল্লি মহিলা কমিশনের প্রধানের

নয়াদিল্লি, 10 অক্টোবর:জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো 'বিগ বস' (Bigg Boss)-এর ঘর থেকে চলচ্চিত্র নির্মাতা সাজিদ খানকে (Sajid Khan) বহিষ্কার করার দাবি উঠল ৷ এই দাবি তুলেছেন দিল্লি মহিলা কমিশনের (Delhi Commission for Women) প্রধান স্বাতী মালিওয়াল (Swati Maliwal) ৷ এই মর্মে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রী (Union Information and Broadcasting Minister) অনুরাগ ঠাকুরকে (Anurag Thakur) একটি চিঠিও পাঠিয়েছেন তিনি ৷

স্বাতীর বক্তব্য হল, সাজিদের বিরুদ্ধে একাধিক মহিলা যৌন নিগ্রহ ও হেনস্থার অভিযোগ তুলেছেন ৷ যার জেরে সাম্প্রতিক অতীতে মিটু আন্দোলনেও (MeToo Movement) সাজিদের নাম জড়ায় ৷ এমন একজন ব্যক্তিকে কোনও জনপ্রিয় রিয়্যালিটি শো-এ জায়গা দেওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন স্বাতী ৷ গত 1 অক্টোবর বিগ বসের 16তম সিজনের প্রথম পর্ব টেলিভিশনে সম্প্রচার করা হয় ৷ অন্য়ান্যবারের মতো এছরও এই অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে হাজির ছিলেন বলিউড স্টার সলমন খান (Salman Khan) ৷

আরও পড়ুন:পরিচালক সাজিদ খান থেকে মিস ইন্ডিয়া মান্য সিং, 'বিগ বস'-এর ঘরে এবার থাকছে অনেক চমক

সোমবার হিন্দিতে একটি টুইট করেন স্বাতী ৷ সেখানে তিনি লেখেন, "মিটু আন্দোলন চলাকালীন 10 জন মহিলা সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন ৷ তাঁদের সকলের অভিযোগ থেকেই সাজিদের জঘন্য মানসিকতার প্রমাণ পাওয়া যায় ৷ আর এখন সেই ব্যক্তিকেই বিগ বসে জায়গা করে দেওয়া হয়েছে ৷ আমি অনুরাগ ঠাকুরকে চিঠি পাঠিয়ে সাজিদকে এই অনুষ্ঠানকে বহিষ্কার করার আবেদন জানিয়েছি ৷"

প্রসঙ্গত, 2018 সালে সাজিদের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আসার পরই এক বছরের জন্য তাঁকে ভারতীয় সিনেমা থেকে বহিষ্কার করা হয় ৷ শাস্তিমূলক এই পদক্ষেপ করে ভারতীয় পরিচালকদের সংগঠন (Indian Film and Television Directors Association) আইএফটিডিএ (IFTDA) ৷ এই সংক্রান্ত নির্দেশিকার ঠিক আগেই 2018 সালের প্রথম দিকে হাউসফুল-4 সিনেমাটি পরিচালনা করার দায়িত্ব থেকেও অব্যাহতি নেন সাজিদ ৷ তাঁর বদলে সেই কাজ সম্পূর্ণ করেন ফারহাদ সামজি ৷

ABOUT THE AUTHOR

...view details