পশ্চিমবঙ্গ

west bengal

Veer Savarkar Film : 139তম জন্ম জয়ন্তীতে প্রকাশ্যে 'সতন্ত্র বীর সাভারকর' ছবির ফার্স্ট লুক

By

Published : May 28, 2022, 1:13 PM IST

স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের 139তম জন্মবার্ষিকীতে সামনে এল তাঁর কর্মজীবন নিয়ে তৈরি হতে চলা 'সতন্ত্র বীর সাভারকর' ছবির ফার্স্ট লুক ৷ ছবির প্রথম মোশন পোস্টার সামনে আনলেন নির্মাতারা (Swatantra Veer Savarkar Motion Poster Releases)৷

Swatantra Veer Savarkar Motion Poster
সাভারকরের 139তম জন্মবার্ষিকীতে সামনে এল 'সতন্ত্র বীর সাভারকর' ছবির ফার্স্ট লুক

মুম্বই, 28 মে : স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের 139তম জন্মবার্ষিকীতে সামনে এল তাঁর কর্মজীবন নিয়ে তৈরি হতে চলা 'সতন্ত্র বীর সাভারকর' ছবির ফার্স্ট লুক ৷ ছবিতে সাভারকরের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রণদীপ হুডা ৷ এবার নির্মাতারা সামনে আনলেন ছবির প্রথম মোশন পোস্টার (Swatantra Veer Savarkar Motion Poster Releases)৷ ছবিটি পরিচালনা করছেন মহেশ মঞ্জরেকর।

প্রসঙ্গত অগস্টেই শুরু হতে চলেছে এই ছবির শ্য়ুটিং ৷ সাভারকরের মত একটি ঐতিহাসিক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে এখন দিনরাত এক করে দিচ্ছেন রণদীপ ৷ আজ পোস্টারটি শেয়ার করে তার ক্যাপশনে অভিনেতা লেখেন, "এটি আসলে স্যালুট ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় অজ্ঞাত এক নায়ককে ৷ আমি আশা করি একজন সত্যিকারের বিপ্লবীর জুতোয় পা গলানোর এই চ্যালেঞ্জকে আমি পূরণ করতে পারব এবং তার আসল গল্প বলতে পারব যা এতদিন কার্পেটের নিচে পড়ে ছিল । আপনাদের সকলকে বীর সাভারকর জয়ন্তীর শুভেচ্ছা জানাই !"

এর আগেও এই ছবি নিয়ে তিনি যে কতখানি উচ্ছ্বসিত তা জানিয়েছিলেন রণদীপ ৷ এর আগে রণদীপ সকলের মন জয় করেছিলেন 'সর্বজিৎ' ছবিতে তাঁর অভিনয় দিয়ে ৷ এই ছবির জন্য় গত প্রায় একবছর ধরে কাজ করে চলেছেন মহেশ ৷ ছবিটির প্রযোজনার দায়িত্ব নিয়েছে আনন্দ পণ্ডিত মোশন পিকচারস এবং সন্দীপ সিংহ ও শ্যাম খানের লেজেন্ড স্টুডিয়ো ৷

আরও পড়ুন : করণি সেনার রোষ, নাম পরিবর্তন হচ্ছে অক্ষয়ের 'পৃথ্বীরাজ'-এর

ছবিটি যে আগামীতে যথেষ্ট প্রভাব ফেলবে তা নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী তাঁরা ৷ পরিচালক মহেশ জানান, এই গল্পগুলি বলার এটাই সঠিক সময় যা এতদিন উপেক্ষা করা হয়েছে । 'স্বতন্ত্র বীর সাভারকর' হবে এমন একটি সিনেমাটিক আখ্যান যা ইতিহাসকে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে ।

ABOUT THE AUTHOR

...view details