পশ্চিমবঙ্গ

west bengal

Sreelekha Mitra: বাংলার মান রাখলেন শ্রীলেখা, শুভদিনে বাবাকে মিস করছেন অভিনেত্রী

By

Published : Aug 3, 2022, 9:40 PM IST

মেলবোর্নে আয়োজিত 'ভারতীয় চলচ্চিত্র উৎসব'-এ সেরা অভিনেত্রী বিভাগে নমিনেশন পেয়েছেন শ্রীলেখা মিত্র । শ্রীলেখা অভিনীত 'ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা' ছবিটি নমিনেশন পেয়েছে এই উৎসবে (Sreelekha Mitra Film Once Upon Time in Calcutta)৷

Sreelekha Mitra
বাংলার মান রাখলেন শ্রীলেখা, শুভ দিনে বাবাকে মিস করছেন অভিনেত্রী

কলকাতা, 3 অগস্ট:মেলবোর্নে আয়োজিত 'ভারতীয় চলচ্চিত্র উৎসব'-এ সেরা অভিনেত্রী বিভাগে নমিনেশন পেয়েছেন শ্রীলেখা মিত্র । শ্রীলেখা অভিনীত 'ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা' ছবিটিকে একদিন ব্রাত্য করেছিল খোদ কলকাতাই । তবে সেই ছবি এবার বিদেশের মাটিতে পা রাখতে চলেছে (Sreelekha Mitra Film Once Upon Time in Calcutta)।

আগামী 12 থেকে 30 অগস্ট মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলেছে 'আইএফএফএম 2022' (ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন)। আর এবার এই উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসবে নাম জ্বলজ্বল করছে বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রর । এই সুখবর নিজেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী । পাশাপাশি তাঁর ওয়ালে এই সুখবর শেয়ার করে তাঁকে ট্যাগ করেছেন অনেকে । জানিয়েছেন শুভেচ্ছা।

উল্লেখ্য, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ভূমি পেডনেকর, কঙ্কনা সেন শর্মা, বিদ্যা বালন, শেফালি শাহের সঙ্গে জুড়ে গিয়েছে কলকাতার শ্রীলেখার নাম । কে পাবে সেরা অভিনেত্রীর পুরস্কার তা জানতে হলে অপেক্ষা তো করতেই হবে । তবে, বাংলার মান রেখেছেন শ্রীলেখা তা বলাই বাহুল্য । নমিনেশন পাওয়াও কম কৃতিত্বের নয়।

মেলবোর্নে আয়োজিত 'ভারতীয় চলচ্চিত্র উৎসব'-এ সেরা অভিনেত্রী বিভাগে নমিনেশন পেয়েছেন শ্রীলেখা মিত্র

আরও পড়ুন:স্যানিটারি প্যাডে কৃষ্ণ ! 'মাসুম সওয়াল' এর পোস্টারে শুরু বিতর্ক

আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত এই ছবি বাংলার বাইরে একাধিকবার সমাদৃত হলেও সমাদর পায়নি খোদ কলকাতাতেই । যে শহরের নাম নিয়ে এই ছবি, সেই শহর থেকেই ব্রাত্য হয়েছে 'ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা' । ছবিটি মুক্তি পায়নি কলকাতাতে। মেলবোর্ন থেকে এই ছবির জন্য শ্রীলেখা পুরস্কার এনে দিলে কি কলকাতায় মুক্তি পাবে 'ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা'? নজর থাকবে সেদিকে । নিজের ফিল্মি কেরিয়ারে এহেন সম্মান পেয়ে আপ্লুত অভিনেত্রী আজ মিস করছেন বাবাকে । তাই তিনি সোশালে লিখেছেন, "আমি সম্মানিত এবং গর্বিত । বাবা এসব দেখে গেলে না । তোমার হাসি হাসি গর্বিত মুখটা দেখতে পাচ্ছি ।"

ABOUT THE AUTHOR

...view details