পশ্চিমবঙ্গ

west bengal

'খারাপ সময় অনেক শিক্ষা দিয়েছে'- ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে মুখ খুললেন বাদশা

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 6:19 PM IST

Updated : Jan 11, 2024, 8:10 PM IST

shahrukh khan family struggles: গত 5 বছরে ফিল্ম ইন্ডাষ্ট্রি থেকে শুরু করে পরিবারের লড়াই নিয়ে অকপট 'কিং খান'। ছেলে আরিয়ান খানের মাদক মামলা থেকে শুরু করে ফ্লপ সিনেমা নিয়েও কথা বলেন প্রকাশ্যে।

Etv Bharat
পরিবার ও কেরিয়ার নিয়ে মুখ খুললেন বাদশা

মুম্বই, 11 জানুয়ারি:'হার কর জিতনে ওয়ালোকো বাজিগর কহেতে হ্যায়' কিং খান শাহরুখের ছবির সংলাপ যে তাঁর বাস্তব জীবনের সঙ্গে মিলে যাবে কেউ কি ভেবেছিল? একাধিক ফ্লপের মুখ দেখা শাহরুখ 2023 সালে আবার বলিউডের একমাত্র বাদশা হয়ে উঠবেন তা-ও ছিল কল্পনাতীত ৷ একই বছরে 'পাঠান', 'জওয়ান', 'ডাঙ্কি'র মতো ব্লকব্লাস্টার ছবি উপহার দিয়েছেন ৷ তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতে ফিরে গেলেন টিনসেল টাউনের 'কিং অফ রোম্যান্স' ৷

সূত্র অনুযায়ী বিগত পাঁচ বছর ছবির প্রোমোশন ছাড়া শাহরুখ খান কোথাও কোনও সাক্ষাৎকার দেননি ৷ দীর্ঘ সময় পর নিজের পরিবার ও কেরিয়ারে খারাপ সময় নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন শাহরুখ ৷ তিনি বলেন, "গত চার-পাঁচ বছর আমি এবং আমার পরিবার চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছি ৷ আমি জানি আমার মতো অনেকেই অতিমারির সময়ে সেই সমস্যার সম্মুখীন হয়েছেন ৷ আমার একের পর এক ছবি ফ্লপ হচ্ছিল ৷ অনেক সমালোচক ও ছবি বিশেষজ্ঞরা আমাকে নিয়ে নানা কিছু লেখালিখিও শুরু করেন ৷ তবে এই সব বিষয় বা অন্য কোনও খারাপ কথা নিয়ে আমি মাথা ঘামাতাম না ৷ কিন্তু তারপর ব্যক্তিগত জীবনে এমন কিছু খারাপ জিনিস হয়, যা আমাকে নাড়িয়ে দেয় ৷"

এরপর অভিনেতা ছেলে আরিয়ান খানের জেল প্রসঙ্গ তুলে বলেন, "আমি আমার খারাপ সময় থেকে শিক্ষা নিয়েছি। শিখেছি, যে কোনও পরিস্থিতিতে চুপ থাকা উচিত ৷ সততার সঙ্গে কঠোর পরিশ্রম করে যাওয়া উচিত ৷" অভিনেতা জানান, জীবনে যত সমস্যাই আসুক না কেন সময় শেখায় আশাবাদী হতে, খুশী থাকতে এবং সততার সঙ্গে কাজ করে যেতে ৷ এরপর তিনি 'ওম শান্তি ওম' ছবির জনপ্রিয় সংলাপ তুলে ধরে জানান, জীবনের যন্ত্রণার উপশম হয় ৷ কিন্তু যদি দুঃখের সমাধান না হয়ে থাকে তাহলে বুঝতে হবে শেষটা এখানেই নয় ৷ পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত ৷

কিং খান আরও বলেন, "আমার নিজের উপর বিশ্বাস রয়েছে ৷ কারণ আমি মনে করি, একটা ভালোর থেকেই অন্য একটা ভালোর জন্ম হয় ৷" উল্লেখ্য, চলতি বছর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ছবি দিয়ে বিটাউনে কামব্যাক করেন শাহরুখ ৷ বছরের শুরুতে মেগাহিট ছবি উপহার দেন ৷ এরপর জন্মাষ্টমীতে মুক্তি পায় অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ৷ অন্যরকম ভূমিকায় শাহরুখের সিনেমা ঝড় তোলে বক্সঅফিসে ৷ এরপর ক্রিসমাস আবহে মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ৷ সেই ছবিরও বক্সঅফিসে ভালো ব্যবসা করে ৷

Last Updated :Jan 11, 2024, 8:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details