পশ্চিমবঙ্গ

west bengal

Priyanka on Ukraine Crisis : ইউক্রেনীয় উদ্বাস্তুদের পাশে দাঁড়ান, বিশ্বব্যাপী জননেতাদের অনুরোধ প্রিয়াঙ্কার

By

Published : Apr 9, 2022, 10:05 AM IST

প্রায় আড়াই মিলিয়ন শিশু ঘর ছাড়া হয়েছে ইউক্রেনের বুকে রাশিয়ার তথাকথিত মিলিটারি অপারেশনের জেরে ৷ সেই সমস্ত শরনার্থীদের পাশে দাঁড়ানোর জন্য এবার বিশ্বব্যাপী জননেতাদের অনুরোধ জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Opens up About the Ukraine Crisis)৷

Priyanka on Ukraine Crisis
ইউক্রেনীয় উদ্বাস্তুদের পাশে দাঁড়ান, বিশ্বব্যাপী জননেতার অনুরোধ প্রিয়াঙ্কার

নয়াদিল্লি, 9 এপ্রিল:ইউক্রেনে রাশিয়ার মিলিটারি অপারেশন নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ যুদ্ধের জেরে উদ্বাস্তু হয়ে পড়া নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বব্যাপী জননেতাদের কাছে অনুরোধ জানালেন তিনি ৷ সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখলের পর যে ঘটনা সারা বিশ্বকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তা হল ইউক্রেনে রাশিয়ার মিলিটারি অপারেশন ৷ যুদ্ধের জেরে উদ্বাস্তু হয়ে পড়ছেন হাজার হাজার মানুষ ৷ এবার তাঁদেরই পাশে দাঁড়ানোর আর্জি নিয়ে জননেতাদের দারস্থ হলেন পিগি চপস (Priyanka Opens up About the Ukraine Crisis)৷

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো বার্তায় তিনি জানান, প্রায় আড়াই মিলিয়ন শিশুকে নিজেদের সবকিছু পিছনে ফেলে রেখে ঘর ছাড়া হতে হয়েছে এই তথাকথিত মিলিটারি অপারেশনের জেরে ৷ ইউক্রেনের পার্শ্ববতী দেশগুলিতে কোনওভাবে পালিয়ে বেঁচেছে তারা ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শিশুদের এত বড় পলায়ন আগে কখনও ঘটেনি ৷ তাই তাঁর অনুরোধ বিশ্বব্যাপী জননেতারা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের আর্জি মেনে এই বিষয়টি নিয়ে যেন কোনও উপযুক্ত পদক্ষেপ নেন ৷

আরও পড়ুন : চড়-কাণ্ডের শাস্তি, এক দশকের জন্য অস্কার মঞ্চে নিষিদ্ধ উইল স্মিথ

এই অনুরোধ জানিয়ে ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "বিশ্বব্যাপী জননেতাবৃন্দ এখন বিশ্বজুড়ে শরণার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের আপনাদের প্রয়োজন যাতে তাঁরা প্রয়োজনীয় সাহায্য পেতে পারেন ৷ আমরা শুধু একপাশে দাঁড়িয়ে দেখতে পারি না ৷ " প্রসঙ্গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে মিলিটারি অপারেশন শুরু করেছিল রাশিয়া ৷

ABOUT THE AUTHOR

...view details